বয়ঃসন্ধিকালে একজন নারীর অনিয়মিত পিরিয়ড সমস্যার কথা প্রায়ই শোন যায়। এই বিষয়টি নারীদের কাছে যথেষ্ট স্পর্শকাত। তাই তো অনেকে এটি খোলাসা করে কাউকে বলতে চান না। তবে আপনার জানা উচিত এটি কিন্তু লুকিয়ে রাখার বিষয় না। অনেকে ধারণা করে থাকেন অনিয়মিত পিরিয়ড মাতৃত্বের ঝুঁকি বাড়ায়। তবে এটি কিন্তু একবারেই ভুল ধারণা।
বিশেষজ্ঞদেদর মতেঅনিয়মিত পিরিয়ড সন্তান ধারণে তেমন কোন অসুবিধা করে। সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট বেদৌরা শারমিন অনিয়মিত পিরিয়ড নিয়ে জানাচ্ছেন ।
অনিয়মিত পিরিয়ড
অনিয়মিত পিরিয়ড কথাটি অনেক মেয়ের মুখে শোনা যায়। তারা খুব দুশ্চিন্তা করে এই ভেবে যে, বিয়ে হলে তাদের সন্তান হবে না। তবে এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোন কারণ নেই। পিরিয়ড শুরু হওয়ার প্রথম কয়েকটা বছর পিরিয়ড অনিয়মিত হতেই পারে। আবার অনেক মেয়েদের আগেভাগেই পিরিয়ড শুরু হয়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার।
প্রথমে অনিয়মিত হতে পারে
পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিকে অনিয়মিত হতে পারে। আমাদের হাইপোথ্যালামো এক্সিস যেটা, সেটা শুরুর দিকে খুব ভালোভাবে বৃদ্ধি পায় না। যার ফলে পিরিয়ড একটু অনিয়মিত হতে পারে।
ওজন বৃদ্ধি
হঠাৎ করে ওজন বৃদ্ধির প্রভাব পিরিয়ডের উপর পড়তে পারে। ওজন বৃদ্ধির ফলে পিরিয়ড অনিয়মিত হতে পারে। সাধারণত দেখা যায় পড়ালেখা আর খাওয়াদাওয়া ছাড়া মেয়েদের আর তেমন কোন কাজের সাথে থাকে না। হাঁটাচলা, খেলাধুলা তো করছেই না। এ কারণে শরীরের ওজন বাড়তে থাকে। এটিও অনিয়মিত অনিয়মিত কারণ হতে পারে।

হাইপোথাইরয়েড
থাইরয়েডের সমস্যা রয়েছে কি না তা দেখার চেষ্টা করি। একটা আলট্রাসনো না করলে রোগীরা খুশি হয় না। দেখা যায়, প্রয়োজন না হলেও একটু আলট্রাসনো করে দেখি, তাদের সন্তুষ্টির জন্য। বুঝিয়ে বলি যে ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠিক হয়ে যাবে। আর এর জন্য পরে সন্তান হবে না—এ রকম কোনো কথা নেই।
তথ্য সূত্র: যুগান্তর
Leave a Reply