সরষে ইলিশ রেসিপি নিয়ে অনেকের ই অভিযোগ যে সরষে ইলিশ তিতা হয়। কিন্তু আজ আমি যে রান্নার পদ্ধতি বলবো তাতে তিতা হবার সম্ভাবনা নেই। তো দেখে নেয়া যাক শুরু করা সহজ সরষে ইলিশ রান্নার পদ্ধতি।
সুস্বাদু সরষে ইলিশ
সরষে ইলিশ রেসিপি উপকরণ
ইলিশ মাছ ( বড় সাইজের হলে ভাল হয়)
পিয়াজ কুচি করে কাটা ৫-৬ টি
সরিষা বাটা প্রয়োজন মত
রসুন বাটা আধা চা চামুচ
আদা বাটা আধা চা চামুচ
জিরা গুড়া বা জিরা বাটা ১ চা চামুচ
আস্ত কাঁচা মরিচ ৬-৭ টি
লবণ ও হলুদ প্রয়োজন মত
গুড়া মরিচ প্রয়োজন মত
সয়াবিন তেল
টমেটো ইচ্ছে হলে
সরষে ইলিশ রান্নার পদ্ধতি
প্রথমে ইলিশ মাছটির আঁশ ছাড়িয়ে নিন। তারপর মাছটি আপনার চাহিদা মত কেটে নিন।
সরষে দিয়ে রান্নার জন্য কেটে রাখা ইলিশ মাছ
এরপর কাটা মাছ গুলো হলুদ, লবণ ও গুড়া মরিচ দিয়ে মেখে রাখুন।
কেটে রাখা মাছ হলুদ লবন দিয়ে মেখে রাখা হয়েছে
অপর দিকে বাঁকি মশলা গুলো বেটে নিন। আমি আদা ও রসুন এক সাথে বেটে নিয়ে থাকি।
একটি কড়াই বা ফ্রাইপ্যানে পরিমান মত তেল দিয়ে তাতে কুচি করে রাখা পিয়াজ গুলো ভাজতে থাকুন। পিয়াজ গুলি ব্রাউন হয়ে এলে একটু পানি দিন। এরপর সরিষা বাটা বাদে এক এক করে জিরা গুড়া, আদা ও রসুন বাটা, আস্ত কাঁচা মরিচ, খুব অল্প পরিমাণে হলুদ, লবণ ও গুড়া মরিচ দিন।
আগে থেকেই যদি ইলিশ মাছ গুলোকে হলুদ, লবণ ও গুড়া মরিচ দিয়ে মেখে রেখে থাকেন তাহলে মশলা কষানোর জন্য যত টুকু লবণ, হলুদ ও গুড়া মরিচ লাগবে ঠিক তত খানি দিবেন। এতে করে মাছের মশলা মাছে থাকে ও ঝোলের মশলা ঝোলে।
এবার মসলা গুলো কষিয়ে নিন। সরিষা বাটা কখনো কষানো মসলায় দিবেন না। কারণ সরিষা যত রান্না করবেন তত তিতা হওয়ার সম্ভবনা থাকে। এরপর মশলা গুলো কষানো হলে তাতে মেখে রাখা মাছ গুলো দিন এবং খুব সাবধানে নাড়ুন। কিছুক্ষন নাড়ার পর পরিমাণ মত পানি দিন ওবেটে রাখা সরিষা বাটা দিয়ে ঢেকে রাখুন।
কিছুক্ষন পর ঢাকনা খুলে কাটা মরিচ দিন এবং আবার ঢেকে দিন। যখন মাছের ঝোল ঘন হবে এবং তেল বের হবে। তখন নামিয়ে নিন। উপরে ভাজা জিরা ও ধনে গুড়া দিয়ে পরিবেশন করুন, বাঙ্গালির সেরা খাবার সরষে ইলিশ।
দই দিয়ে সুস্বাদু ইলিশ রান্নার রেসিপি
ইলিশ দিয়ে মজার মজার পদ রান্না করে খান নিশ্চয়ই। পাতে ইলিশ থাকলে আর কিছু লাগে না অনেকেরই। আজকে তবে শিখে নিন ঝাল ঝাল দই ইলিশ রান্নার রেসিপি-
উপকরণ: ইলিশ ১টা, (এক কেজি ওজনের), সয়াবিন তেল হাফ কাপ, পেঁয়াজ বাটা হাফ কাপ, পেঁয়াজ কুঁচি হাফ কাপ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, লবণ পরিমাণমতো, টক বা মিষ্টি দই হাফ কাপ, কাঁচা মরিচ- স্বাদমতো।
প্রণালি: ইলিশ মাছের বড় টুকরা করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ একটু ভেজে জিরা ও দই বাদে বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে। দই ভালো করে রান্না হয়ে তেলের উপরে উঠে এলে মাছের টুকরাগুলো বিছিয়ে দিন। চাইলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টে কাঁচামরিচ দিয়ে ঢেকে নিন। টক দই হলে সামান্য চিনি দিন। মৃদু আঁচে রেখে ভুনা করে চুলা থেকে নামান।
আরো পড়ুন নোনা ইলিশের রেসিপি
আমাদের এই ছোট্ট লিখাগুলো আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে আমাদেরফেসবুক পেজে লাইক দিন।
Leave a Reply