মুখ ফর্সা হাত-পা ও ফর্সা কিন্তু গলা বা ঘাড়ের রঙ কিছুটা কালচে। এ নিয়ে আপনার চিন্তার শেষ নেই। কারন গলা বা ঘাড়ের কালো দাগের জন্য পুরো সাজগোজটাই যে মাটি হয়ে যাচ্ছে। মুখে মাখার জন্য তো অনেক ক্রিম আছে কিন্তু গলা বা ঘাড়ের জন্য কি করবেন ভেবে পাচ্ছেন না। আজ থেকে ভাবনা ছেড়ে দিন। মাত্র এক মাসের পরিচর্যা আপনার গলা বা ঘাড়ের কালচে দাগ দূর হবে। কিভাবে? চলুন সেটা দেখে নেওয়া যাক।
লেবুর রস
যেকোন দাগ তুলতে লেবুর রস খুবই র্কাযকারী উপাদান। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ব্লিচ হিসাবে কাজ করে। তাই যেকোন কালো দাগ তুলতে এবং ত্বকের রং হালকা করতে সাহায্য করে।
উপকরণ
১ চামচ লেবুর রস ও ১ চামচ গোলাপজল।
ব্যবহার পদ্ধতি
লেবু ও গোলাপজল ভালো করে মিশিয়ে গলায় লাগান। চাইলে ঘাড় ও পিঠেও লাগাতে পারেন। লেবুর রস লাগানোর পর আধঘণ্টা অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে তিনদিন করে নিয়মিত একমাস ব্যবহারের পর নিজেই তফাৎ দেখে অবাক হবেন।
আলু ও শসার রস
শশা এবং আলু দুইটি সুস্বাধু সবজি হলেও এদুটি রূপচর্চায়ও ব্যবহার হয় নিয়মিত। শশা এবং আলুর রস কালো দাগ দূর করতে সাহায্য করে। কারণ লেবুর মত আলুও প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তার সাথে শসা স্কিনকে ঠাণ্ডা করে এবং রোদে পোড়া কালো ভাবকে দূর করে।
উপকরণ
২ চামচ শসার রস ও ২ চামচ আলুর রস।
ব্যবহার পদ্ধতি
প্রথমেই শসা এবং আলু ভালো করে ব্লেণ্ড(বেটে) রস বার করে নিন। এবার এই দুটি রস একসাথে মিশিয়ে গলায় এবং ঘাড়ে লাগান। আপনি চাইলে দুটো রস আলাদা আলাদাও লাগাতে পারেন। এমনকি আপনার শরীরের যেখানে যেখানে কালো দাগ আছে সেখানেও লাগাতে পারেন। এই রস লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এটা করতে পারলে ফল পাবেন দ্রুত। নাহলে সপ্তাহে তিন থেকে চারদিন করুন।
চন্দন, গোলাপজল ও লেবুর রস
এই তিনটি উপাদানই ত্বক ফর্সা করতে বা কলো দাগ দূর করতে অসাধারণ কাজ করে। চন্দন ও গোলাপজল ত্বককে উজ্জ্বল করতে সবসময়ই কাযর্কারী উপাদান সাথে লেবুর রসের ব্লিচ করার ক্ষমতা। সব মিলিয়ে এই প্যাকটি অসাধারণ কাজ করবে গলা বা ঘাড়ের কালো দাগ দূর করতে।
উপকরণ
চন্দন পাওডার ২ চামচ, লেবুর রস ১ চামচ ও গোলাপজল ২ চামচ।
ব্যবহার পদ্ধতি
প্রথমে চন্দন গুঁড়োর সাথে লেবুর রস এবং গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটা গলায় বা ঘাড়ে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। দ্রুত ফর পেতে সপ্তাহে দু থেকে তিনদিন ব্যবহার করুন।
আরো পড়ুন ঃ হাত-পা ফর্সা করার সহজ উপায়
অ্যালোভেরা
স্কিনকে ময়েশ্চারাইজড করার পাশাপাশি অ্যালোভেরা কালো দাগ তুলতে অসাধারণ কাজ করে।
উপকরণ
২ চামচ অ্যালোভেরা জেল।
ব্যবহার পদ্ধতি
ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে গলা ও ঘাড়ে একটু ম্যাসাজ করে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ দিন লাগান। দ্রুত ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন।
গোলাপজল
ত্বক পরিষ্কার রাখতে এবং কালো দাগ দূর করতে গোলাপজল খুবই উপকারী। নিয়মিত গোলাপজল ব্যবহার করলে গলা বা ঘাড়ের কালো ভাব দূর হবে। চাইলে নিজে ঘরে গোলাপজল বানিয়ে নিতে পারেন অথবা বাজার থেকে উন্নত মানের গোলাপজল কিনে নিন।
উপকরণ
১ চামচ গোলাপজল ও তুলো।
ব্যবহার পদ্ধতি
গলা বা ঘাড়ের কালো ভাব দূর করতে গোলাপজল দিয়ে প্রতিদিন ঘাড় ও গলা পরিস্কার করুন। প্রয়োজনে এটি লাগাতে তুলা ব্যবহার করুন।
উপরে নিয়মগুলো যেভাবে বলা আছে সেভাবে নিয়মিত একমাস ব্যবহার করুন। তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। আমাদের লেখাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Leave a Reply