শীত এলেই নিশ্চয়ই আপনার হাত-পা ড্রাই হতে শুরু করে?আর চামড়া উঠতে শুরু করে?ভাবুন তো,শীতকালে এই গায়ের চামড়া উঠে গিয়ে গা খসখসে হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু খুবই বিচ্ছিরি।এবার আর চাপ নেবেন না।শীতে গায়ের চামড়া যাতে এবার থেকে আপনার গায়েই থাকে,তার জন্য ঘরোয়া ৩টি উপায় নিয়ে হাজির আমরা।
১. গরম জলে হাত–পা ভিজিয়ে রাখুন
হাত বা পায়ের আঙুলের গোড়ায় বেশীরভাগ সময়ে এই চামড়া উঠতে শুরু করে।সেক্ষেত্রে এই গরম জলে হাত বা পায়ের পাতা ভিজিয়ে রাখা কিন্তু দারুণ কাজ দেয়।
উপকরণ
১ বড় পাত্র গরম জল,মধু পরিমাণ মতো,লেবুর রস পরিমাণ মতো।
পদ্ধতি
একটা পাত্রে গরম জল নিয়ে তাতে মধু আর লেবুর রস দিন।এবার আপনার হাত আর পায়ের পাতা ভিজিয়ে রাখুন ওতে মিনিট দশেক মতো।বা এমনি গরম জলেও হাত-পায়ের পাতা ভিজিয়ে রাখতে পারেন।দেখবেন আপনার হাত-পা নরম তো হচ্ছেই,তাছাড়া আপনার খসখসে চামড়াও উঠে যাচ্ছে।এরপর কোনো একটা ভালো দেখে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।এটা প্রতিদিন নিয়ম করে করলে দেখবেন আপনার গায়ের চামড়া আর উঠছেই না।
২. নারকেল তেল
গায়ের চামড়া উঠতে শুরু করলে কিন্তু নারকেল তেল আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে।আপনার ত্বককে খুবই তাড়াতাড়ি ময়েশ্চারাইজড করে নরম করতে সাহায্য করে।আর নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড আপনার ত্বকের চামড়াকে ভেদ করে ত্বকের গভীরে গিয়ে ত্বককে নরম করে আর চামড়া ওঠাকে খুব তাড়াতাড়ি বন্ধ করে।
উপকরণ
পরিমাণ মতো নারকেল তেল।
পদ্ধতি
আঙুলের গোড়ায় নারকেল তেল নিয়ে ভালো করে ম্যাসাজ করে করে সারা গায়ে মাখুন।দিনে বেশ কয়েকবার মাখতে তো পারেনই।তাছাড়া পারলে রাতে শুতে যাবার আগে মেখে ঘুমোন,দেখবেন পরের দিন আপনার ত্বকের চামড়া ওঠা প্রায় গায়েব হয়ে গেছে।
৩. অ্যালোভেরা
গায়ের চামড়া যদি বেশী উঠতে থাকে,তাহলে কিন্তু অ্যালোভেরা ট্রাই করুন নিশ্চিন্তে।অ্যালোভেরার কুলিং আর সুদিং প্রপার্টি আপনার ত্বকের ইরিটেশন যেমন কমায়,তেমনই আপনার ত্বককে এটা নরম আর ময়েশ্চারাইজড করতেও দারুণ কাজে লাগে।
উপকরণ
ফ্রেশ অ্যালোভেরা জেল পরিমাণ মতো।
পদ্ধতি
আপনার গায়ের যে যে জায়গা থেকে চামড়া উঠছে,সেখানে এই ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়ে রাখুন।দিনে বেশ কয়েকবার করেও দিতে পারেন।সপ্তাহখানেক অন্তত দিন,দেখবেন উপকার পাচ্ছেন।
এতেও যদি কাজ না হয়,তাহলে আপনার জন্যে রইলো কয়েকটি দারুণ ক্রিমের সন্ধান যা আপনার গায়ের এই চামড়া ওঠার সমস্যার সমাধান করবে খুব তাড়াতাড়িই।
১. ডঃমনিকা,এম.ডি.,রিচ ক্রিম,ফর এক্সট্রা ড্রাই স্কিন, সেনসিটিভ স্কিন
আপনার ত্বককে ময়েশ্চারাইজড তো করেই,তাছাড়া আপনার ত্বকের ময়েশ্চারাইজারকেও বেশীক্ষণ ধরে রাখতে পারে এই ক্রিম।এক্সট্রা ড্রাই আর সেনসিটিভ স্কিন যদি হয়,তাহলে তো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
২. সেন্ট ডি’ভেন্স বডি ময়েশ্চারাইজার উইন্টার এডিশন ফর ভেরি ড্রাই স্কিন, ১০০ মি.লি.
আলট্রা নারিশিং এই অয়েল বেসড ময়েশ্চারাইজার লোশন অস্ট্রেলিয়ান টি ট্রি অয়েল,শিয়া বাটার,অলিভ অয়েলের মতো উপাদান দিয়ে তৈরি।তাই খুব বেশী ড্রাই স্কিনের জন্য এটা ব্যবহার করেই দেখুন।
৩. নিভিয়া নারিশিং লোশন বডি মিল্ক রিচলি কেয়ারিং ফর ভেরি ড্রাই স্কিন, ৪০০ মি.লি.
নিভিয়ার নাম আপনারা তো সবাই শুনেইছেন।আমন্ড অয়েল আর ভিটামিন ই যুক্ত এই ক্রিম আপনার ড্রাই স্কিনের সব সমস্যাকে দূর করে খুব তাড়াতাড়ি।
৪. ভেসলিন ইন্টেন্সিভ কেয়ার কোকো গ্লো বডি লোশন, ৩০০ মি.লি.
এতে থাকা কোকো বাটার আপনার ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে।তাই ত্বকের যত খসখসে ভাবই হোক,আর যত চামড়াই উঠুক না কেন,এটা নিশ্চিন্তে ব্যবহার করুন।
৫. লোটাস হারবাল শিয়াময়েস্ট শিয়া বাটার অ্যান্ড রিয়েল স্ট্রবেরি ২৪ হাওয়ার ময়েশ্চারাইজার, ১২০ গ্রাম
শিয়া বাটার আর ন্যাচারাল স্ট্রবেরি আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা শুকনো শীতেও বজায় রাখতে সাহায্য করে।
এবার তাহলে ত্বকের চামড়া ওঠার সমাধান হবে মাত্র কয়েক দিনেই। যদি আপনি আমাদের ফর্মুলা মেনে চলেন।আর শীতেও মাখনের মতো স্কিন নিয়ে সব্বাইকে চমকে দিতে পারবেন।
Leave a Reply