চুল সোজা করতে অনেকে ইলেট্রনিক যন্ত্র ব্যবহার করে থাকেন। যেটা আপনার সুন্দর চুলকে নষ্ট করে দিতে যথেষ্ট। আপনি চাইলে প্রাকৃতিক উপায়েই চুল সোজা এবং ঝলমলে করে নিতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল সরল-সুন্দর করার কয়েকটি উপায়।

দুধ ও ডিমের প্যাক: এক কাপ দুধের ভেতরে একটা ডিম ভেঙে ভালোভাবে কয়েক মিনিট ফেটে প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে সম্পুর্ণ চুলে লাগিয়ে নিন। তারপর একটি তোয়ালের সাহায্যে সম্পূর্ণ চুল পেঁচিয়ে রাখুন। আধা ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করুন। নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।

অ্যালো ভেরা ও তেলের প্যাক: চুলের বৃদ্ধিতে অ্যালোভেরা যে দারুন কাজ করে তা সবারই জানা। তাতক্ষনিক ভাবে চুল সোজা করতে এই প্যাকটি সহায়তা করবে। আধা কাপ নারিকেল তেলের সাথে আধা কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগালে খনিকের জন্য হলেও চুলের কোঁকড়াভাব কমে আসে। এই প্যাক চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন এরপর নিজের পছন্দের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
অ্যাপল সাইডার ভিনিগার: চুলের ময়লা পরিষ্কার ও চুল মসৃণ করতে অ্যাপল সাইডার ভিনিগার দারুণ কাজ করে। প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে অ্যাপল সাইডার ভিনিগার কুবই পরিচিত। দুই কাপ পানির সাথে তিন টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগার মেশান। হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিন। ধোয়া চুল ভিনিগার মিশ্রিত পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এভাবে চুল পরিষ্কার করুন ভালো ফলাফল পাবেন।

মুলতানি মাটির প্যাক: মুলতানি মাটি প্রাকৃতিক রূপচর্চায় নিয়মিত একটি উপাদান। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মুলতানি মাটি দারুণ কাজ করে এবং চুলের গঠন সুন্দর করে।
দুই টেবিল-চামচ মুলতানি মাটির সাথে কিছু পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে ফেলুন। এক ঘণ্টা মাথায় রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
নারিকেল দুধ ও ভুট্টার গুঁড়ার প্যাক: নারকেল তেল তেমন চুলের জন্য নিত্য প্রয়োজনীয় একটি উপাদান তেমনই নারিকেলের দুধ শরীরের পাশাপাশি চুলের জন্যেও উপকারী। দুই টেবিল চামচ ভুট্টার গুঁড়ার সাথে আধা কাপ নারিকেলের দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকটি চুলে লাগিয়ে ১ ঘন্টা অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন। এটা চুল সোজা করতে সাহায্য করে।
Leave a Reply