মেকআপের সাহায্যে চোখ বড় দেখানোর উপায়গুলো জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে এখানে দেওয়া হল। জেনে নিন।
কেবল ভ্রু’র আঁকার ঠিক করা: আপনি মেকআপ করতে যতই দক্ষ হোন না কেনো, চোখ বড় দেখাতে হলে আপনাকে ভ্রু সুন্দর করে আঁকতেই হবে। তা না হলে আর কোনো মেকআপ দিয়েই চোখ বড় দেখানো সম্ভব না। সুন্দর ভ্রুই তাৎক্ষণিকভাবে আপনার চোখ বড় দেখাতে সাহায্য করবে। তাই যেকোন অনুষ্ঠানে যাওয়ার আগে সুন্দর করে ভ্রু আঁচড়ে নিন। আর ভ্রু যদি হালকা হয় তাহলে আই ভ্রু পেন্সিল দিয়ে গাঢ়ভাবে ভরাট করে নিন। ভ্রু সেট রাখতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। সবশেষে, কন্সিলার দিয়ে ভ্রুয়ের আঁকার ঠিক করে নিন।
হাইলাইটার ব্যবহার: আপনার চোখ যদি ছোট হয় তাহলে হাইলাইটার ব্যবহার করে চোখ বড় দেখাতে পারবেন। এজন্য আপনাকে চোখের নিচে সামান্য হাইলাইটার ব্যবহার করতে হবে। আগে কন্সিলার ব্যবহার করে তার উপরে হাইলাইটার লাগান। এতে চোখ বড় ও উজ্জ্বল লাগবে।

প্রয়োজন বুঝে আইলাইনার: চোখ যদি ছোট হয় এবং সম্পূর্ণ চোখে আইলাইনার লাগাতে চান, তাহলে নিচের পাতায় পরিমিত আইলাইনার লাগিয়ে নিন। চোখের নিচের পাতার ‘ওয়াটার লাইনে’ না লাগিয়ে তার নিচের অংশে লাগান। এতে চোখ বড় লাগে আর ‘ওয়াটার লাইন’ বা ‘রিম’য়ে লাগালে চোখ অপেক্ষাকৃত ছোট দেখায়।
সাদা আইলাইনার ব্যবহারে: চোখের নিচের পাতার ভেতরের অংশে সাদা আইলাইনার লাগাতে পারেন এতে চোখ দেখতে বড় লাগবে। চোখের কোণায় ও পাতায় আইলাইনার ব্যবহার করুন।

চোখের পাপড়ি বাঁকানো: ‘আই ল্যাস কার্লার’ ব্যবহার করুন এবং মোটা করে মাশকারা পরতে পারেন। কারণ চোখ বড় দেখানোর সবচেয়ে পরিচিত উপায় হল চোখের পাপড়ি বাঁকানো।
কেমন লাগলো আমাদের লেখাটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Leave a Reply