আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে চোখ অন্যতম । একজন মানুষের মায়াবী চোখের চাহনী দিয়েই কিন্তু অন্যদের মন সহজেই ঘায়েল করা সম্ভব । তাই এই চোখটিকে সাজাতে আমরা অনেকেই অনেক বেশিই আগ্রহ প্রকাশ করি । শুধু মেকাপেই শেষ নয়, মেকাপের পাশাপাশি অনেকেই একটু পুতুলের মত লুক আনার জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন । চোখের সমস্যার কারণেও কিন্তু অনেকে আবার লেন্স ব্যবহার করে থাকে। তো আপনি যে কারণেই লেন্স ব্যবহার করেন না কেন, মেকাপের ক্ষেত্রে লেন্স পরলে একটু সাবধানতা অবলম্বণ করতেই হবে । না হলে অতিমুল্যবান এই অঙ্গটি অনেক বড় ক্ষতির সম্মুক্ষিন হতে পারে ।
(১) সবসময় মেকাপ শুরুর আগে প্রথমে মুখ এবং হাত ভালোভাবে ধুয়ে নিবেন । এরপর পরিষ্কার টাওয়াল দিয়ে হাত এবং মুখ ভালো করে ড্রাই করে নিবেন। এরপর কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন । মেকাপের পূর্বে কন্টাক্ট লেন্স পরলে মেকাপ দ্বারা লেন্স নষ্ট হওয়ার ঝুকি কম থাকে, এছাড়াও যে কোনো চোখের ইনফেকশন থেকেও এড়ানো যায় ।
(২) আপনার মেকাপে ব্যবহৃত ব্রাশ / স্পঞ্জটি যেন পরিষ্কার থাকে । মেকাপ ব্রাশে ময়লা থাকলে জীবাণুর সংক্রামণ হওয়া খুবই স্বাভাবিক । কন্টাক্ট লেন্স পরা অবস্থায় ময়লা মেকাপ ব্রাশ ব্যবহার করতে গেলে নানা রকমের ইনফেকশন হতে পারে । তাই অবশ্যই আপনার ব্রাশ / স্পঞ্জটি সবসময় পরিষ্কার করে নিবেন ।
(৩) কন্টাক্ট লেন্স পড়ে মেকাপ করার সময় কখনোই বেশি প্রেশার দিয়ে মেকাপ করা উচিৎ না।
(৪) মেকাপের প্রোডাক্টস অবশ্যই ভালো কোয়ালিটির হওয়া উচিৎ যেন চোখের সমস্যা না হয় । ভালো কোয়ালিটি মানেই যে হাইফাই ব্র্যান্ড/ হাই প্রাইসে তার কথা কিন্তু বলিনি । অনেক কম দামেও কিন্তু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় । সেখান থেকে বেছে নিন আপনার পছন্দ । অবশ্যই অয়েল ফ্রি প্রোডাক্টগুলো কিনতে চেষ্টা করবেন ।
(৫) কন্টাক্ট লেন্স পড়ে কখনই ওয়াটার লাইনে কাজল দিবিন না । ওয়াটার লাইনে কাজল ব্যবহার করতে গেলে, অবশ্যই চোখে একটা প্রেশার ক্রিয়েট হয় । আর এই কাজল কন্টাক্ট লেন্সের সংস্পর্শে আসার চান্স কিন্তু অনেক । তাই যতোটা সম্ভব ওয়াটার লাইনে কাজল ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
(৬) অনেক সময়েই আমরা নিজেকে গর্জিয়াস লুক দিতে আইল্যাশ ব্যবহার করে থাকি। আইল্যাশের গ্লু কিন্তু চোখের লেন্সের জন্য খুবই বিপদজনক । এজন্য কিন্তু আমি আইল্যাশ পরতে বাড়ন করছি না । কিন্তু খেয়াল রাখতে হবে যেন আইল্যাশের গ্লু-টা ভালো কোয়ালিটির বা মানসম্পন্ন হয়।
(৭) চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করে লুজ গ্লিটার অথবা লুজ পিগমেন্টকে একদমই না বলুন। এতে আই ইরিটেশন হওয়ার অনেক চান্স থাকে । তাই কিছু অসাবধানতায় চলে যেতে পারে আপনার এই মুল্যবান সম্পদটি । তাই সব থেকে ভালোমানের ক্রিম আইশ্যাডো গুলো ব্যবহার করতে পারেন ।
(৮) দিনশেষে আপনার ত্বকের মেকাপ তোলার পূর্বে অবশ্যই কন্টাক্ট লেন্স খুলে নিন । কারণ মেকাপ তোলার সময় ত্বকে অনেক বেশি প্রেশার পরে, যেটা চোখের এবং লেন্সের জন্যে বড় বিপদের কারন হতে পারে । এছাড়াও মেকাপ এবং অয়েলি প্রোডাক্টস গুলো আপনার লেন্সের সংস্পর্শে খুব সহজেই আসতে পারে । তাই সাবধান থাকুন !
(৯) চোখ থেকে লেন্স খুলে ফেলার পর দ্রুতই সেগুলো লেন্স সল্যুশন এর সাহায্যে ওয়াশ করে নিন এবং নতুন সল্যুশনে ডুবিয়ে রাখুন । কারণ আপনার লেন্সে আপনার ত্বকের মেকাপ লেগে থাকতেই পারে । তাই লেন্সগুলোকে ভালো রাখতে চাইলে প্রতিবার সল্যুশন এর সাহায্যে ওয়াশ করে রাখাই হবে বুদ্ধিমানের কাজ ।
নিজেকে সুন্দর রাখতে কে না চায় বলুন ? তাই নিজেকে সুন্দর দেখাতে এটুকু তো মানাই যায়। চোখ কিন্তু আপনার মূল্যবান সম্পদ । তাই এর খেয়াল রাখাটাও কিন্তু জরুরী।
Leave a Reply