ত্বক খুবই সেনসিটিভ একটা বিষয়। সবার ত্বক সমান নয়, এক এক জনের ত্বকের ধরন, রঙ এক এক রকম। তাই সবার ত্বক সব ধরনের প্রসাধনীও মানিয়ে নিতে পারে না। অনেকের মেক-আপ করার পর দেখো যায় ব্রণের আক্রমণ হয়েছে যা কখনোই কাম্য নয়। তাই যেকোন ধরনের প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার ত্বক মানিয়ে নিতে পারবে এমন প্রসাধনীই ব্যবহার করা উচিত। আর তাই কোন ধরনের ত্বকে কি রকম মেক-আপ করলে কোন ক্ষতি হবে না বা কোন ত্বকে কিভাবে মেক-আপ করতে হবে সেটা জানা আপনার জন্য অতি জরুরি।
প্রথমে তৈলাক্ত ত্বকে কিভাবে মেক-আপ করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো :
এই ত্বকের প্রধান সমস্যা মেক-আপ দেয়ার পর ত্বক অনেক ঘামে এবং মেক-আপ কালো হয়ে যায়। তৈলাক্ত ত্বকে মেক-আপ লাগানোর আগে আপনাকে অবশ্যই ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগান। এর ১০ মিনিট পর কম্প্যাক্ট পাউডার লাগান, কম্প্যাক্ট লাগালে ত্বকে অতিরিক্ত চকচকে ভাব থাকে না। ফাউন্ডেশন লাগাবেন না, ফাউন্ডেশন লাগাতে চাইলে অবশ্যই ওয়াটার বেসড ফাউন্ডেশন লাগাবেন। ত্বকে লাগানোর আগে একফোঁটা জল মেশান। না হলে কেক ফাউন্ডেশন বা প্যানস্টিক ব্যবহার করতে পারেন। তবে লাগানোর আগে অল্প জল মিশিয়ে নেবেন। ফাউন্ডেশন লাগানোর পর পাউডার লাগান তাহলে মুখে ফাউন্ডেশন সেট হয়ে যাবে। এবার পাউডার ব্লাশার ও আইশ্যাড ব্যবহার করুন।
শুষ্ক ত্বকে যেভাবে মেক-আপ করবেন :
শুষ্ক ত্বক সবসময় খসখসে সাদা ফ্যাকাসে দেখা যায়। কারন এই ধরনের ত্বকে মরা কোষ গুলো ফুটে ওঠে। তাই মেক-আপ করার আগে ভালো করে মুখ স্ক্রাব করতে হবে। স্ক্রাব আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে যে কোন ফলের তৈরি স্ক্রাব বা চালের গুড়ো, মধু, চিনি দিয়ে বানানো স্ক্রাব নরম ব্রাশ দিয়ে পুরো মুখে ভালভাবে স্ক্রাবিং করুন। এতে মুখের মরা কোষ গুলো তো উঠে যাবেই সাথে ব্লাকহেডসও দূর হবে। এবার ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এবার একটু বরফ কুচি নিয়ে মুখের টি জ়োনে ৫ মিনিট ঘষুন। নিজের ত্বকে স্যুট করে এমন কোন ক্রিম লাগান। শুষ্ক ত্বকের ফাউন্ডেশন এবং প্রাইমার অয়েল বেস হতে পারে। লিকু্ইড ফাউন্ডেশন লাগালে ত্বকের অনুজ্জ্বল ভাব ঢাকা পড়ে। পাউডার ফাউন্ডেশন লাগালে আলাদা করে কম্প্যাক্ট লাগানোর দরকার পড়ে না। চোখে আইলানার লাগাতে চাইলে কালোর বদলে গ্রে, ব্রাউন, ল্যাভেন্ডার কালার ট্রাই করতে পারেন এটা আপনাকে আরো বেশি আকর্ষনীয় করবে। কাজল পেনসিলের বদলে আইলানার পেন ব্যবহার করুন। শেষে মাসকারার টাচ দিন। চোখ বড় ও সুন্দর দেখাবে।
Discussion about this post