কে না চায় নিজেকে ফ্যাশনেবল দেখাক! সবাই চায়। ফ্যাশনের ক্ষেত্রে কোন ধরাবাধা নিয়ম চলে না। প্রত্যেক মানুয়ের পছন্দ ভিন্ন তাই এক এক জনের ফ্যাশন এক এক রকম। কেউ পছন্দ করে অত্যাধুনিক সাজে সাজতে আবার কেউ সেকেলে। এটা নির্ভর করে নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য আর স্বকীয়তার উপর। এক্ষত্রে সঠিক সময়ে সঠিক ফ্যাশনটাই আপনাকে বেছে নিতে হবে আর তাই নিজেকে ফ্যাশনেবল রাখতে প্রত্যেক মেয়ের কয়েকটি বিষয় মাথায় রেখে চলা উচিত।
পোশাক নির্বাচনের ক্ষেত্রে: হেয়ার স্টাইল, জুয়েলারি, জুতা সবকিছুর কথা মাথায় রেখে আপনাকে পোশাক নির্বাচন করতে হবে। সবসময় কোয়লিটির কথা বিবেচনা করে ফ্যাশনেবল জামাকাপড় বেছে নিতে হবে। জাকজমক দেখে জামাকাপড় কিনে সেটা পরলে যদি আরাম না পান তাহলে টাকা + পছন্দের ড্রেস দুটি বৃথা যাবে।
পোশাকে আনুন নতুনত্ব: পেশাকে সবসময় নতুনত্ব আনার চেষ্টা করুন। আপনি যদি সচরাচর একই ধরনের পোশাক পরতে অভ্যস্থ্ হন তাহলে তার ভেতরেই একটু নতুনত্ব আনার চেষ্টা করবেন। সেটা শাড়ি কিংবা সেলোয়ার কামিজ যাই হোক না কেন। এতে আপনার নিজের কাছেও যেমন ভালো লাগবে অন্যের চোখেও লাগবে আকর্ষণীয়। আবার ঋতু অনুযায়ী বেছে নিন আরামদায়ক আকর্ষনীয় পোশাকটি।
সিম্পল থাকার চেষ্টা করুন: সাদাসিধে সাজগোজে সব পরিবেশেই মানিয়ে নেওয়া যায় খুব সহজে। যতই জাকজমক পেশাক পরুন না কেন সাজগোজের ক্ষেত্রে সিম্পল বা ন্যাচারাল লুকের কোন তুলনা নেই। তাই সবসময় সিম্পল থাকার চেষ্টা করুন।
চলতি ফ্যাশন ট্রেন্ড: আপনার নিজস্ব ফ্যাশন স্টাইল থাকতেই পারে। নিজে সবসময় নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করুন যা আপেনাকে অন্যদের থেকে আলাদা ও আকর্ষনীয় করবে। তবে পোশাক নির্বাচনের ক্ষেত্রে বর্তমান ফ্যাশন ট্রেন্ডের কথাও মাথায় রাখতে হবে আর সেটা অবশ্যই আপনার স্বকীয়তা বজায় রেখে।
পোশাকের সাথে মানানসই জুয়েলারি ও অ্যাক্সেসরিজ নির্বাচন: আপনার পোশাকের রং ও ডিজাইনের সাথে ম্যাচিং করে জুয়েলারি, ব্যাগ, জুতা ও অন্যান্য অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হবে। নইতো বেমানান কোন অ্যাক্সেসরিজ নিয়ে বের হলে মাটি হয়ে যেতে পারে আপনার পুরো ফ্যাশনটাই।
কেমন হবে মেক-আপ লুক: সময় এবং ঋতুর সাথে তাল মিলিয়ে মেক-আপ করতে হবে। পোশাকের সাথে ম্যাচিং করে মেক-আপ করুন কারণ আপনার ফ্যাশনেবল লুকের সাথে মেক-আপ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তবে দিনে এবং রাতে কখন কেমন মেকআপ করতে হবে সেই সম্পর্কেও আপনার ধারনা থাকে ভালো। দিনের বেলায় হালকা মেক-আপ করবেন তবে রাতের আলোতে অবশ্যই গাঢ় মেক-আপ।
Leave a Reply