রাসায়নিক দ্রব্য সমৃদ্ধ ক্রিম ব্যবহার, সূর্যের ক্ষতিকর রশ্মি ও ডায়েটের কারণে অনেক সময় ত্বক কুচকে যায়। এর ফলে চেহারা দেখতে রুক্ষ ও কালচে মনে হয়। টানা ১০ দিন যদি আপনি ঘরোয়া উপায়ে তৈরি একটি ফেস প্যাক ব্যবহার করেন তাহলে ত্বকের কুচকানো ভাব দূর হয়ে ত্বক হবে টানটান ও মসৃণ।
যে ফেস প্যাকটি ত্বকের কুচকানো ভাব দূর করবে সেটি তৈরি করার উপায় এবং কীভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
আরো পড়ুন ঃব্রণ দূর করার উপায়
প্যাক তৈরির উপকরণ
গোলাপের পাপড়ি ৭টি, দুই টেবিল চামচ গোলাপজল, দুই টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু।
প্রস্তুত প্রণালি ও ব্যবহর
প্রথমে গোলাপের পাঁপড়ি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিন। এবার এর সঙ্গে গোলাপজল, টক দই ও মধু মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের কী কী উপকার করে
টক দই ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে আর মধু ত্বকের রুক্ষতা দূর করে। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
এই প্যাক ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ দূর করে। এই প্যাকের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এই উপাদান ত্বককে টানটান রাখবে।
মধু ও টক দই ত্বকে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এটি মরা কোষ দূর করে ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে।
এই প্যাকের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করে।
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারেন। কারণ এটি ত্বকে ময়েশ্চারাইজার ধরে রাখে। এর ফলে ত্বক নরম ও মসৃণ হয়।
তৈলাক্ত ত্বকের যত্নে গরমের এই সময়টাতে ঘরে তৈরি প্যাক ব্যবহার করুন, যা ত্বকের লাবণ্যতা ধরে রাখবে এবং ত্বককে আরো উজ্জ্বল করবে। সে সঙ্গে ত্বককে করবে মসৃণ ও নমনীয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়ারও ভয় নেই।
তৈলাক্ত ত্বকের জন্য ঘরে তৈরি করা সম্ভব, এমন কিছু প্যাক সম্বন্ধে জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। জেনে নিন, কোন প্যাকটি আপনার ত্বকের জন্য উপকারী :
- কাঠবাদাম, টক দই, পুদিনা পাতা ও লেবুর খোসা একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এতে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
- কাঁচা হলুদ বাটা, চালের গুঁড়া, কমলার খোসা এবং সামান্য মুসরির ডাল বাটা একসঙ্গে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক টানটান হবে।
- লেবুর রস, চিনি ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে হালকা ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের ট্যান দূর করবে।
- দুধের সঙ্গে সামান্য রান্নার হলুদ মিশিয়ে অল্প কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটা ত্বকের কালচে ভাব দূর করে এবং তেলতেলে ভাব দূর করে।
- অলিভ অয়েল, হলুদ গুঁড়া এবং টক দই দিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ভেতরে গিয়ে ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

পরামর্শ
১. তৈলাক্ত ত্বকে বেশি স্ক্রাব করবেন না। কারণ, স্ক্রাবের ফলে ত্বকের ভেতরের তেল বেশি নিঃসরণ হয়। এর ফলে ত্বকে তেলের পরিমাণ বেড়ে যায়।
২. তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারের কোনো প্রয়োজন নেই; বরং ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক আরো তেলতেলে হয়। আর যদি ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হয়, তাহলে অয়েল ফ্রি অথবা ওয়াটার বেইস ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
আরো পড়ুন ঃপ্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল ফর্সা করার উপায়
৩. মেকআপ করার সময় তৈলাক্ত ত্বকে অয়েল ফ্রি ফাউন্ডেশন ব্যবহার করুন।
৪. বাইরে রোদে গেলে মুখে অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন।
৫. তৈলাক্ত ত্বক পরিষ্কারের ক্ষেত্রে মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন অথবা বেসন কিংবা ময়দা দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
Leave a Reply