বেড়াতে গেলে যেমন রোদে কালো হয়ে যায় আমাদের ত্বক, ঠিক তেমনই প্রতিদিন ঘর থেকে বের হওয়া বা চুলোর ধারে কাজ করার ফলেও ত্বকে জন্মায় কালো কালো ছোপ ছোপ। আস্তে আস্তে আমাদের আসল রঙ ঢাকা পড়ে যায় সেই কালো ছোপের আড়ালে।
কিন্তু জানেন কি, কোন রকমের রাসায়নিক উপাদান ছাড়াই ত্বকের রোদে পোড়া দাগ কিংবা চুলোর ধারে কাজ করার ফলে ত্বকে পড়া কালচে ছোপ দূর করা সম্ভব। আপনার রান্নাঘরে থাকা দুটি মাত্র উপাদান লাগবে এতে। আর সময় লাগবে দৈনিক মাত্র ৩০ মিনিট।
চলুন, জেনে নিই বিস্তারিত পদ্ধতি। হাত, পা, মুখ সহ সমস্ত দেহেই কার্যকরী এই ঘরোয়া রূপচর্চা।
যা লাগবে
পাকা নরম টমেটো ১ টি
অরগানিক খাঁটি মধু ১ টেবিল চামচ
ভিটামিন ই এক্সট্রাক্ট ২/৩ ফোঁটা
যা করবেন
টমেটো কেটে ভেতরের বীজ সহ অংশটুকুন বা পাল্প বের করে নিন। টমেটো জুস না, পাল্প।
এবার এই পাল্পের সাথে বাকি দুটি উপাদান মিশিয়ে নিন।
শরীরের কাঙ্ক্ষিত স্থানে ভালো করে মেখে রাখুন। মাখার আগে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন।
মাখার পর অপেক্ষা করুন ২০-৩০ মিনিট বা শুকিয়ে যাওয়া পর্যন্ত।
শুকিয়ে গেলে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। খুব বেশি আঠালো মনে হলে হালকা কোন ফেসওয়াশ ব্যবহার করুন। সাবান ব্যবহার করবেন না। সাবানে ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকে। এতে ত্বকের ক্ষতি হয়।
টমেটো হচ্ছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট, যা ত্বকের রোদে পোড়া দাগ সহজে দূর করে। টমেটোর পাল্প ভালো কাজ করে যদি এর সাথে যোগ করা হয় শুদ্ধ মধু। এছাড়াও ভিটামিন ই ত্বকের দাগ-ছোপ দূর করে ও ত্বককে টানটান করতে অগ্রণী ভূমিকা রাখে।
লেবুর রস এবং ডিমের সাদা অংশ
৪ টেবিল চামচ লেবুর রস, ১টি ডিমের সাদা অংশ এবং ৪ চা চামচ মধু মিশিয়ে নিন। এই ক্রিমটি আলতোভাবে মুখে ম্যাসাজ করে লাগান। তারপর ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
লেবুর রস, আলু, দুধ এবং মধু
আলুর পেস্ট, ১ টেবিল চামচ লেবুর রস, অল্প পরিমাণের দুধ এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই ক্রিমটি মুখের কালো দাগের উপর লাগান। কয়েক মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে শুধু আলুর টুকরো কালো দাগের উপর লাগিয়ে রাখতে পারেন। ৩০ মিনিট আলুর টুকরোটি কালো দাগ থেকে সরিয়ে ফেলুন।
Leave a Reply