সমগ্র পৃথিবীতে ১% নারীও পাওয়া যাবে না যারা তাদের ত্বক নিয়ে ভাবে না । আর প্রসাধনী তৈরির ইন্ডাস্ট্রি গুলোও রীতিমত ব্যবসা করে যাচ্ছে তাদের জন্যই । আচ্ছা বলুন তো, যখন এই রঙ বেরঙের প্রসাধনী গুলো ছিল না তখন কি মানুষ সব কালো ছিল ? না মোটেই টা নয় । বরং প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তাদের রূপ চর্চা করতেন । যার সৌন্দর্যের স্থায়িত্ব ছিল আজীবন । আর বর্তমানে সেই প্রসাধনীর ইন্ডাস্ট্রিগুলোই এখন আগের দিনের প্রাকৃতিক উপাদান সম্বলিত বিউটি প্রডাক্টে তৈরিতে ব্যস্ত । কারন তারা বুঝে গেছে ওল্ড ইজ গোল্ড ! তাই তারা অ্যালোভেরা, নিম, অলিভ অয়েল সমৃদ্ধ নতুন নতুন ফেসওয়াশ, বডি অয়েল, সাবান ইত্যাদি তৈরিতে বেশি নজর দিচ্ছে ক্রেতাদের জনপ্রিয়তার কারনে ।
আচ্ছা একটু ভেবে দেখুন তো যে প্রাকৃতিক উপাদানগুলো আপনার আমার ঘরেই আছে তা কেন শুধু শুধু পয়সা খরচ করে কিনতে যাবেন আপনি ? একটু কষ্ট করলেই কিন্তু একই জিনিস আপনি বানিয়ে নিতে পারেন যার ফল হবে একই সাথে সাশ্রয় হবে আপনার পয়সাও । তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেই অজানা টিপসগুলো ।
নিম
ভারত এবং বাংলাদেশে রাস্তায় এখনও নিম গাছের অভাব নেই বললেই চলে । আর এই নিম গাছ ত্বকের যত্নে যে কতটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তা বলাই বাহুল্য । এ জন্যই সারা পৃথিবীতে ত্বকের যত্নে নিম পাতার ব্যব্যহার অতুলনীয় । নিম পাতা ত্বকের কালো দাগ, ব্রণ, র্যাশ ইত্যাদি দূর করে ত্বককে সুস্থ ও তরতাজা রাখে । তাজা দশ-বারোটা নিমের পাতা বেটে তারপর আঙুল দিয়ে মুখে লাগিয়ে দশ মিনিট রেখে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । দেখবেন ত্বকের দাগ কোথায় পালায়!
মধু
মধু যেমন অনেক রোগের নিরাময় করে ঠিক তেমনি নানা ত্বকের সমস্যাও দূর করে । বর্তমানে বিভিন্ন ক্রিম বা ফেসপ্যাকে কার্যকারী উপাদান হিসেবে মধু ব্যবহার করা হচ্ছে । মধুতে অ্যান্টিঅক্সিডান্ট থাকায় ত্বকের আর্দ্রতা বজায় রাখে । আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু মধুর সাথে একটু ডিম মিশিয়ে মুখে প্রলেপ মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন ব্যাস । ত্বকের চেহারাই পালটে যাবে । ত্বক হবে মসৃণ আর নরম তুলতুলে ।
আমলকী
বাজারে এখন সারা বছরই কম বেশি আমলকী পাওয়া যায় । আমলকী যেমন মুখের রুচি বাড়ায় তেমনি ত্বকের অনেক উপকার করে । আমলকী ব্লেনড করে বা বেটে রস করে নিন । তারপর মধুর সাথে মিশিয়ে মুখে লাগিয়ে এরপর দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন । ত্বক হবে উজ্জ্বল আর দাগের কোন চিহ্নও থাকবে না ।
মুলতানি মাটি
প্রাচীন কাল থেকেই ত্বকের যত্নে মুখে মাটি ব্যবহার করা হত । সেই ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনে থাকবেন মুলতানি মাটির কথা যা ত্বকের যে কোনও সমস্যা দূর করত । আপনি হয়ত জানেন না, যত নামিদামি ব্র্যান্ডের ফেসপ্যাক আছে সেখানে এই মুলতানি মাটি ব্যবহার করা হয় । চলুন এবার তৈরি করে ফেলি এক্সক্লুসিভ মাটির প্যাক । এক চামচ মধু, এক চামচ গোলাপ জল আর এক চামচ মুলতানি মাটি ব্যস আর কি লাগে হয়ে গেলি প্যাকটি ! এবার ভালো করে মিশিয়ে প্যাকটি মুখে লাগান, শুকান এরপর ধুয়ে ফেলুন ।
হলুদ
হলুদ কি শুধু রান্নায় ব্যবহার হয় তা কিন্তু মুখেও হয় ! এর ব্যবহার প্রাচীন কাল থেকেই । মুখের কালো দাগ, ব্রনের গর্ত, বয়সের ছাপ ইত্যাদি প্রতিরোধে হলুদ খুব কার্যকর ভূমিকা পালন করে পাশাপাশি গায়ের রংও উজ্জ্বল করতে হলুদের ভূমিকা অপরিসীম । হলুদ বাটা, চন্দন বাটা আর মধুর এক সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানান এরপর মুখে ব্যবহার করুন, চমকপ্রদক ফল পাবেন ।
Leave a Reply