মধু প্রকৃতি থেকে পাওয়া সব থেকে আর্শ্চয উপাদান গুলোর মধ্যে একটি। মধু খেতে যেমন সুস্বাধু তেমনই এর ঔষুধী গুণ এবং প্রাকৃতিক রূপচর্চায় মধুর ব্যবহার রয়েছে প্রচুর। মধু ত্বকের কালচে ভাব দূর করে ত্বক উজ্জল করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের বলিরেখা দূর করে। মধুতে থাকা এন্টিঅক্সিডেন্ট ব্রণের জীবানু ধংস করে ব্রণ সারাতে সাহায্য করে। ত্বক ফর্সা করতে মধু খুবই কাযর্কারী উপাদান। চলুন তাহলে আজ আমরা জেনে নেই মধু দিয়ে কিভাবে ত্বক ফর্সা করবেন।
মধু ও লেবুর রস
প্রথমে এক চা-চামচ লেবুর রসের সাথে এক চা-চামচ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে ম্যাসাজ করুন ১৫ থেকে ২০ মিনিট। আরো ২০ মিনিট অপেক্ষার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এবার আপনার অবাক হওয়ার পালা। কারণ ত্বক যে এক নিমিষেই উজ্জ্বল হয়ে গেছে। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক ফর্সা হবে স্থায়ী ভাবে।
মধু ও টকদই
ব্রণ দূর করতে এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ টকদই মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে ব্রণ থাকলে প্রতিদিন একবার ব্যবহার করুন। দ্রুত ব্রণ দূর হবে। তৈলাক্ত ত্বকের জন্য মধু এবং টকদই বেশ কার্যকর। এই প্যাকটি ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতেও খুব কাযর্কারী।
মধু ও পেঁপে
শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি বেশ উপকারী। ছোট এক বাটি পরিমাণ পাকা পেঁপে চটকে নিন। এবার এর সাথে দুই চামচ মধু ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। হাত দিয়ে এই মিশ্রণটি মুখে হালকাভাবে ম্যাসাজ করে ১৫/২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বক ফর্সা করবে। এ ছাড়া বয়সের ছাপ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।
আমাদের লেখাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Leave a Reply