ডিমের কুসুমঃ
ত্বকের সৌন্দর্য্য চর্চায় বাড়িতে তৈরি প্যাক গুলোর মধ্যে ডিমের কুসুম অন্যতম।
প্রথমে একটি বাটিতে ডিমের কুসুম নিয়ে ফেটিয়ে পেস্টের মত তৈরী করুন। ১ চামচ মধু আর ১ চামচ দই নিয়ে ভালভাবে কুসুমের সাথে মেশান। ‘ফেইস প্যাকে’র মত করে সারা মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পযর্ন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ২ থেকে ৩ মাস ব্যবহার করুন প্রতিদিন অথবা সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করুন আর রেজাল্ট লক্ষ্য করুন।
দুধ ও কাঁচা হলুদঃ
যুগযুগ ধরে রূপচর্চায় চলে আসা দুটি উপাদান হচ্ছে দুধ ও কাঁচা হলুদ। আপনার ত্বক ফর্সা করতে প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ বাটা এবং সামান্য মধু মিশিয়ে পান করুন। নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা।
কাঁচা হলুদঃ
হলুদ আপনার শরীরের বাহ্যিক রঙ ফর্সা করতেও সহায়তা করবে। বিশেষ করে ত্বকের কালচে দাগ ছোপ দূর করতে এই পদ্ধতির কোন তুলনা নেই।
উপকরণ : দুধ ৩ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, এবং কাঁচা হলুদ বাটা ১ চা চামচ।
কীভাবে ব্যবহার করবেন?
৩ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চা চামচ হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করে নিন। সারা মুখে এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি লাগিয়ে নিন। এটি ভালোভাবে শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম পানিতে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের রং হয়ে উঠবে ফর্সা, কোমল, দাগমুক্ত ও সুন্দর।
তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে প্রাকৃতিক উপায়ে নিজে থেকে হয়ে উঠুন ফর্সা, সুন্দরী। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আরো পড়ুনঃ গলা বা ঘাড়ের কালো দাগ দূর করার উপায়
Leave a Reply