দাম্পত্যজীবন কোন ভাবেই সুখের করতে পারছেন না? ভুলবোঝাবুঝি, ঝগড়া, অশান্তি সবসময় লেগেই রয়েছে? কোন ভাবেই মানিয়ে নিতে পারেছেন না? যদি সব ধরনের চেষ্টা ব্যর্থ হয় তাহলে আপনার ঘরে কিছু ছোট্ট উলটপালট করে দেখতে পারেন। শুধু ঘরের আসবাবপত্র এদিক সেদিক করলেই ফিরে আসতে পারে আপনার ঘরে শান্তি। এমনকি আপনার প্রেমজীবনেও হয়তো এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বাড়তি কোন খরচ নেই তাই হাল না ছেড়ে একবার চেষ্টা করে দেখুন।
খাটের অবস্থান ঠিক করুন
ঘরে খাট বসানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন খাটের দু পাশেই সমান পরিমান জায়গা ফাকা থাকে। খাটটির আয়তন সঠিক হওয়া খুব জরুরি। কারণ খাটটি যদি খুব বেশি চওড়া হয় সেক্ষেত্রে আপনাদের সম্পর্কেও একটা দুরত্ব ভাব চলে আসতে পারে, আবার খাট বেশি ছোট হলেও মনে হতে পারে সম্পর্কটা হয়তো অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। সেক্ষেত্রে সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর খাটের নিচে সবসময় ফাকা রাখুন।
শোয়ার ঘর থেকে আবর্জনা সরান
যেসব জিনিস আপনার প্রতিদিন ব্যবহারের কাজে লাগে না (যেমন নোংরা বা পুরোনো জামাকাপড়, অদরকারি কাগজপত্র) সেগুলো শোয়ার ঘরে আবর্জনা করে রাখবেন না এমনকি কম্পিউটারের মত কাজের জিনিসও রাখা ঠিক নয়। সেইসব জিনিসই রাখুন যার সাথে আপনাদের দুজনের সম্পর্ক রয়েছে। ঘরে আপনাদের দুজনের ছবি রাখুন সাথে কিছু রঙ্গিন মোমবাতি, ফুলদানি বা শোপিসও রাখতে পারেন। তবে যাই রাখুন না কেন সবই অবশ্যই জোড়ায় জোড়ায় রাখবেন।
বিছানার চাদর পালটে ফেলুন
সম্পর্কে নতুনত্ব আনতে মাঝে মাঝে বিছানার চাদর বদল করুন। ব্যবহার করতে পারেন আরামদায়ক গোলাপি চাদর। গোলাপি রং সম্পর্কে রোমান্স অনুভুতি আনে।
দেওয়ালের রং পালটান
সম্পর্কে উষ্ণতা আনতে বেডরুমের দেয়ালের রং পালটে নিন। ব্যবহার করতে পারেন আইভরি, বেইজ, রোজ়, ব্রাউন রং সাথে লাল বা উজ্জ্বল কমলা রঙের পরদা বা পেন্টিং।
তবে ভালোবাসা থাকলে কোন সম্পর্কেই কখনো সমস্যা দেখা দেয় না। তাই সবসময় দুজনের ভালোবাসাটাকে অটুট রাখার চেষ্টা করুন।
Leave a Reply