নেইলপলিশ মেয়েদের পছন্দের একটি প্রসাধনী। বর্তমান সময়ে মেয়েদের বেশ জনপ্রিয় একটি ট্রেন্ড হল নেইল আর্ট। এই নেইল আর্ট করার জন্য প্রয়োজন হয় নানা রঙের নেইল পলিশের। নেইলপলিশের সবচেয়ে বিরক্তিকর দিক হল তা ওঠানো বা মুছে ফেলা। নেইলপলিশ পরিবর্তন করতে গিয়ে দেখলেন রিমুভার নেই। তখন কেমন লাগবে? অনেক রাগ নিশ্চয়? এই সমস্যারও সমধান আছে। তাই আসুন, আজ আমরা এমন কিছু জিনিসের নাম জেনে নিই যা নেইল পলিশ রিমুভার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
নেইল পলিশ:জ্বী হ্যাঁ, নেইল পলিশ দিয়েই নেইল পলিশ ওঠানো যেতে পারে। পুরনো নেইল পলিশের ওপর নতুন নেইল পলিশের একটি ভারী কোটিং দিন এবং শুকিয়ে যাওয়ার পূর্বেই তা মুছে ফেলুন। নতুন এবং পুরনো- দুই নেইল পলিশই উঠে আসবে।
ভিনেগার: প্রায় সবার রান্নাঘরে পাওয়া যায় যে উপাদানটি তা হল ভিনেগার। এই ভিনেগার দিয়ে খুব সহজে নেইলপলিশ তোলা সম্ভব। একটি তুলোর বলে ভিনেগার লাগিয়ে নখে ওপর ঘষুন। এছাড়া দ্রুত নেইলপলিশ তোলার জন্য ভিনেগারের সাথে লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রসের পরিবর্তে কমলার রসও ব্যবহার করতে পারেন। ভিনেগার নেইলপলিশকে নরম করে ফেলে এতে নেইলপলিশ দ্রুত উঠে যায়।
গরম পানি:যাদের নখ দুর্বল, তাদের জন্য এ পদ্ধতি অনেক উপকার দেবে। সহনীয় মাত্রার গরম পানিতে ১৫ মিনিট আঙুল ডুবিয়ে রাখুন। তারপর ঘষে তুলে ফেলুন।
পারফিউম:পারফিউমে ব্যবহৃত উপাদান এ্যাসিটোন নেইল পলিশ রিমুভার হিসেবে ভাল কাজ দেয়। একটি সুতির কাপড়ে সামান্য পারফিউম নিয়ে নখে ঘষুন। নেইল পলিশ উঠে আসবে।
হেয়ার স্প্রে:যদি আপনার কাছে হেয়ার স্প্রে বা হেয়ার ক্রিম থাকে, তবে তা দিয়েই কাজ হবে। পূর্বের পদ্ধতির মতো সামান্য পরিমাণ হেয়ার স্প্রে বা হেয়ার ক্রিম নিয়ে নখে ঘষুন। কয়েক মিনিটের মধ্যেই নেইল পলিশ উঠে আসবে।
টুথপেস্ট:আমরা অনেকেই জানিনা যে, টুথপেস্টও নেইল পলিশ রিমুভার হিসেবে খুব ভাল কাজ করে। আগের পদ্ধতি দুটোর মতোই, সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নখে লাগান। কিছু সময় রেখে এরপর ঘষে তুলে ফেলুন। টুথপেস্ট ও নেইল পলিশ দুটোই সহজে উঠে আসবে।
ডিওডরেন্ট: বিকল্প আরেকটি সহজ উপায় ডিওডরেন্ট দিয়ে নেইলপলিশ তোলা। নখের ওপর স্প্রে করে তুলা দিয়ে ঘষুণ। একটু সময় নিয়ে ঘষলে পলিশ উঠে যাবে।
আরো পড়ুনচুলে রং করলে যেসব ক্ষতি হয় জেনে নিন
স্যানিটাইজার লিকুইড: রিমুভারের চেয়ে যেকোনো স্যানিটাইজার দ্রুত কাজ করে। তুলা ছোট গোল গোল বলের মতো করে স্যানিটাইজার লাগিয়ে নখের ওপর ঘষুন দেখবেন নেইল পলিশ উঠে গেছে।
টপ কোট:নেইল পলিশ দীর্ঘস্থায়ী করতে টপ কোট ব্যবহার করা হয়। তবে তুলে ফেলতেও টপ কোট বেশ কার্যকর। এক্ষেত্রে পুরানো নেইল পলিশের উপর খানিকটা টপ কোট লাগিয়ে শুকিয়ে যাওয়ার আগেই তুলা দিয়ে মুছে ফেলতে হবে। নতুবা কাজ হবে না।
লেবু: প্রাকৃতিকভাবে নেইলপলিশ তোলার আরেকটি সহজ উপায় হল লেবু। এক টুকরা লেবু নিয়ে নখের ওপর ঘষুন। নেইলপলিশ উঠে যাবে। এটি প্রাকৃতিক রিমুভারের কাজ করবে। ভাল ফল পেতে কসুম গরম সাবান পানিতে হাত ৩-৬ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর লেবু ঘষুন নখের ওপর। দেখবেন নেইলপলিশ একদম গায়েব হয়ে গেছে।
Discussion about this post