নতুন বছর শুরু হয়ে গেছে, আর তারমানে আমাদের সামনে রয়েছে নতুন সব সুযোগ ও সম্ভাবনা। জীবনের অন্যান্য ক্ষেত্র নয় বরং ভালোবাসা ও সম্পর্ক নিয়েই ভাবছেন অনেকেই।
নতুন বছর শুরু হয়ে গেছে, আর তারমানে আমাদের সামনে রয়েছে নতুন সব সুযোগ ও সম্ভাবনা। জীবনের অন্যান্য ক্ষেত্র নয় বরং ভালোবাসা ও সম্পর্ক নিয়েই ভাবছেন অনেকেই। বিশেষ করে তরুণদের মাঝে এই আকুলতা বেশি। নতুন বছর কী জীবনে নতুন কেউ আসবে? ঘটবে নতুন কিছু? জেনে নিন আপনার রাশির ভাগ্যে কী আছে-
১) মেষ
কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে নিন। বছরের শুরুটাই হবে উচ্ছ্বাসের মধ্য দিয়ে। তবে সময় গড়ানোর সাথে সাথে আপনার মাঝে আত্মবিশ্বাসের আধিক্য দেখা দিতে পারে ও আপনি ঝোঁকের বশে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন, অপ্রয়োজনীয় ঝুঁকিও নিতে পারেন। এই কাজে বড় ধরণের ফাটল ধরতে পারে আপনার সম্পর্কে। সিদ্ধান্ত নিন খুব ভেবেচিন্তে। এছাড়া আপনার সামনে কিছু বাধা আসতে পারে। নিজের ইচ্ছাশক্তির লাগাম টেনে ধরুন ও কমন সেন্স ব্যবহার করে চলুন।
২) বৃষ
মঙ্গল গ্রহের প্রভাবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আপনার প্রেম ভাগ্যে উন্নতি ঘটবে। শনির প্রভাবে ইতোমধ্যেই সম্পর্কে থাকলে তা পোক্ত হবে। এ সময়ে বিয়ের সিদ্ধান্তও নিতে পারেন অনেকে। তবে মার্চের পর আপনার জীবনের এই ক্ষেত্রে একের পর এক উত্থান-পতন দেখা দিতে পারে। তবে নতুন নতুন সম্ভাবনাও দেখা দিতে পারে।
৩) মিথুন
জীবনের কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি ভালো নয়। প্রেমের ক্ষেত্রেও তা প্রযোজ্য। একাধিক প্রেমের সুযোগ আসতে পারে আপনার সামনে। এ সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে জানুয়ারি, মার্চ ও নভেম্বর মাসে নিজেকে একটু সামলে রাখুন। এপ্রিল ও মে মাসে মঙ্গলের প্রভাবে আপনার রোমাঞ্চকর কিছু করতে ইচ্ছে করবে, কিন্তু এ সময়েও রয়েসয়ে পা ফেলা উচিৎ। তাহলেই আপনি ভালোবাসার ক্ষেত্রে সফল হবেন।
৪) কর্কট
নতুন বছরের শুরুতেই মঙ্গল, শনি, ইউরেনাস ও প্লুটোর প্রভাবে আপনার সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। আপনি নিজের সঙ্গীর সাথে বর্তমান অবস্থায় সুখি থাকলেও এ বছর কিছু কিছু পরিবর্তন আনা জরুরী হতে পারে। বিশেষ করে মে ও জুন মাসে আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। এসব পরিবর্তনের সুফল অবশ্য আপনি এপ্রিলের পর থেকেই দেখতে পাবেন। তাই চিন্তিত হওয়ার কিছু নেই।
৫) সিংহ
বছরের শুরুতেই রোমান্সের মাঝে ডুবে যাবেন আপনি। প্রিয়জনের সব মনোযোগ এ সময়ে আপনার দিকেই থাকবে। তবে ফেব্রুয়ারি ও মার্চের দিকে দুজনের মাঝে কিছুটা মনোমালিন্য হতে পারে ইগো সংক্রান্ত কারণে। নিজেকে সবসময় প্রাধান্য দিলেও এ সময়ে সঙ্গীর প্রতি একটু বেশি যত্নশীল হওয়া উচিৎ।
৬) কন্যা
প্রেমের ক্ষেত্রে আপনি সবসময়েই লাজুক ও মুখচোরা। কিন্তু এই বছর নিজের খোলস থেকে বের হওয়ার সাহস পাবেন আপনি। ফেব্রুয়ারী ও মার্চ মাসেই আত্মবিশ্বাস বাড়তে পারে মঙ্গলের প্রভাবে। নিজের দুশ্চিন্তা কম রাখার চেষ্টা করুন, তাহলেই বছরটাকে উপভোগ করতে পারবেন।
৭) তুলা
বছরের শুরুতে বৃহস্পতি ও শনির বিপরীতমুখি প্রভাবে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সাহসী হবেন, নাকি নিজের মতোই চলবেন এ নিয়ে মানসিক দ্বন্দ্বে ভুগতে পারেন। সিদ্ধান্ত নেওয়াটা তাই আপনার জন্য কঠিন হবে।
জানুয়ারি, জুন ও অক্টোবরে আপনার স্ট্রেস বাড়তে পারে। এ সময়ে সম্পর্কে মনোযোগ দিন। অন্যের মন জয় করার জন্য নিজের ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
৮) বৃশ্চিক
সম্পর্কের লাগাম নিজের হাতে রাখতেই আপনি পছন্দ করেন। কিন্তু মার্চ মাসের পর হাতের মুঠি একটু আলগা করার দরকার হতে পারে। সঙ্গীর প্রতি যত্ন বাড়াতে হতে পারে, তার মতামতের প্রতি বেশি গুরুত্ব দেওয়া লাগতে পারে। তবে তা করলে আপনি নিজেও উপকৃত হবেন। নতুন নতুন সুযোগ আপনার সামনে আসতে পারে। আপনার আচরণেও পরিবর্তন আসতে পারে, বিশেষ করে জুলাই ও আগস্ট মাসের দিকে।
৯) ধনু
বৃহস্পতির প্রভাবে আপনার সারা বছরই ভালোবাসার ক্ষেত্রে সৌভাগ্য বজায় থাকবে। তবে সীমা অতিক্রম করে এমন কিছু করবেন না। জানিয়ারি ও জুলাই মাসে সাবধান থাকুন। এ সময়ে আত্মবিশ্বাসের আধিক্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন আপনি।
১০) মকর
প্রেমের ক্ষেত্রে আপনি বরাবরই সাবধানী। আর খুচরো প্রেম করার বদলে বরং লম্বা ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতেই আপনি আগ্রহী। সেক্ষেত্রে আপনার বছরটি ভালো যাবে। কারণ সম্পর্ক পাকাপোক্ত করার সুযোগ পাবেন আপনি। তা বিয়েতেও গড়াতে পারে।
সঙ্গীর সাথে সম্পর্ক গাড় হয়ে উঠবে, এছাড়া মার্চ মাসের দিকে সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। মার্চ, আগস্ট ও সেপ্টেম্বরের দিকে সম্পর্কে উষ্ণতা থাকবে বেশি।
১১) কুম্ভ
কুম্ভের জন্য নতুন বছর নিয়ে আসছে সৌভাগ্য। কারণ বছরের শুরুতেই মঙ্গল ও শুক্র গ্রহ সক্রিয়। এছাড়া পুরো বছর ধরে প্রেম ভাগ্য ভালো রাখবে বৃহস্পতি। মার্চ ও জুন মাসে তা তীব্র হবে শুক্রের প্রভাবে।
তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সংযমী হতে হবে। আপনি যদি ইতোমধ্যেই সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে আপনার সামনে তৃতীয় পক্ষের প্রলোভন আসতে পারে। এটাকে কাড়িয়ে উঠতে হবে। এছাড়া মার্চ মাসের দিকে সম্পর্কে কিছু পরিবর্তন আসতে পারে বা আপনি সিঙ্গেল হয়ে থাকলে নতুন প্রেমের সম্ভাবনা আসতে পারে।
১২) মীন
এই বছরের এপ্রিলে শুক্র গ্রহের প্রভাবে ভালোবাসার অনুভূতি তীব্র হতে পারে আপনার মাঝে। আপনি যদি বর্তমান সম্পর্কে অসুখী ও অতৃপ্ত থাকেন তাহলে বৃহস্পতির প্রভাবে সেই সম্পর্ক থেকে বের হয়ে যেতে পারেন আপনি। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব চিন্তা করে নেওয়া ভালো।
সুত্র: ইওর ট্যাঙ্গো
Leave a Reply