যুগে যুগে মানুষ নিজের সৌন্দর্য নিয়ে ভেবেছে। নিজেকে যাতে অন্যের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়, সেজন্য চেষ্টার ত্রুটি রাখেন না সৌন্দর্য পিপাসু পুরুষ বা মহিলারা।
ত্বকের রঙ একটু চাপা হলেই নিজেকে খুব কালো মনে হয় নিজেকে। তাইতো ত্বক ফর্সা করার জন্য বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে আমরা ত্বকে লাগাই। কিন্তু বাজারের বেশিরভাগ ক্রিমেই চড়া রাসায়নিক পদার্থ থাকায় ত্বক ফর্সা হওয়া দুরের কথা বরং বেশিরভাগ ফলাফলই হয় তার উল্টো। প্রাকৃতিক ঘরোয়া উপায় ব্যবহার করে দ্রুত ত্বক ফর্সা করার অনেক পদ্ধতি প্রচলিত রয়েছে।
দৈনন্দিন ব্যস্ত জীবনে সবসময় নিজের যত্ন ঠিকমতো নেওয়া খুবই মুশকিল। অথচ নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয় রাখাটা যেন জীবনেরই একটা অংশ। নারী বা পুরুষ, একটি সুন্দর মুখের কদর কিন্তু সর্বত্রই। আর তাই নিজেকে সুন্দর দেখাতে কে না চায়!
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বা বজায় রাখতে ঘরোয়া উপকরণই এখন সৌন্দর্য্য চর্চ্চায় প্রাধান্য পাচ্ছে। নানা ধরনের ঘরোয়া ফেসপ্যাক রয়েছে ত্বকের উজ্জ্বলতায়। চলুন তাহলে দেখা যাক পদ্ধতি সমূহ কি কি?
তেঁতুল
তেঁতুল হালকা পানির সাথে ভালোভাবে চটকিয়ে ঘন করে নিন। এবার তেঁতুলের মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন।
আরো পড়ুনঃ স্থায়ীভাবে ত্বক ফর্সা করার প্রাকৃতিক উপায়
লেবু ও মধু
ত্বক উজ্জ্বল করতে সবথেকে বেশি ব্যবহৃত উপাদান লেবু ও মধু। লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মুখ ভালো করে পরিষ্কার করে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। মিনিট ১৫ পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি প্রতিদিন ব্যবহার করতে পারবেন। হাতে সময় কম থাকলে সপ্তাহে ৩-৪ দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন। এই মিশ্রণটি অবশ্যই রাতে ব্যবহার করুন।

মসুর ডাল
মসুর ডাল ত্বকের যত্নে খুব কার্যকরী। মুসুর ডাল নরম করতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভেজা মুসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কিছুদিন ব্যবহারেই ভালো ফল পাবেন।
এই প্রাকৃতিক উপায় গুলো নিয়মিত ব্যবহার করলে ত্বক ফর্সা হবেই।
Leave a Reply