তৈলাক্ত, শুষ্ক ,স্বাভাবিক সব ধরণের ত্বকেই ব্রণের সমস্যা দেখা যায়। আর তাই ব্রণ নিয়ে চিন্তারও শেষ নেই। কিছু উপায় আছে যা দ্বারা খুব সহজে ব্রণ দূর করা যায়। আসুন তাহলে জেনে নেয়া যাক রাতারাতি ব্রণ দূর করার সহজ কিছু উপায়।
১) পেঁপের পেস্ট
পেঁপে ত্বকের মরা কোষ দূর করে মুখ ফর্সা করতে দারুন কাজ করে। এমনকি এটি মুখের অতিরিক্ত চর্বিও কমিয়ে থাকে।
ব্যবহারের নিয়মঃ
এক টুকরো পাকা পেঁপে নিয়ে বীচি ফেলে দিন। এবার এই পেপেটি ভালো করে পেস্ট বানিয়ে নিন। এই পেষ্ট ব্যবহারের আগে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবার পেঁপের পেষ্ট ব্রণে লাগিয়ে ফেলুন। শুকানোর পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধয়ে ফেলুন।
২) স্ট্রবেরি ও মধুর পেস্ট
স্ট্রবেরিতে থাকা স্যালিসিলিক এসিড ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের ইনফেকশনও দূর করে থাকে।
ব্যবহারের নিয়মঃ
দুই চাচামচ মধুর সাথে ৩টি স্ট্রবেরি পেষ্ট দিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখে লাগানোর আগে মুখ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে স্ট্রবেরি ও মধুর প্যাক লাগান। ৩০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। ব্রণ খুব দ্রুতই সেরে যাবে।
Leave a Reply