মুখে ব্রণ হলে সেটা সারাতে কত কিছুই না ব্যবহার করছেন। অনেকে বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু তাতেও ভালো কাজ হয় না। আমাদের প্রকৃতিতেই রয়েছে ব্রণ দ্রুত সারিয়ে তোলার বিভিন্ন উপাদান। তেমনই ব্রণ সারাতে পুদিনা পাতা খুবই কার্যকারী একটি উপাদান। পুদিনা একটি উৎকৃষ্টমানের জীবাণুনাশক। এটি ব্রণ তৈরিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ত্বকের গঠন ঠিক রাখে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে পুদিনা পাতা দিয়ে ব্রণ দূর করবেন।

উপকরণ
৩ টেবিলচামচ শুকনো পুদিনা পাতা, ১ কাপ ফুটন্ত পানি।
প্রথমে শুকনো পুদিনা পাতাগুলোকে ভালো ভাবে গুঁড়ো করে নিন। এরপর এক কাপ ফুটন্ত পানির সঙ্গে মিশিয়ে রেখে দিন ঠান্ডা না হওয়া পর্যন্ত। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে এর ভেতর থেকে পাতার নির্যাসগুলো ফেলে দিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে আপনার ত্বকে স্প্রে করুন। একটি তুলা দিয়ে এই পানি সমস্ত মুখে ভালোভাবে লাগিয়ে দিন। প্রতিদিন ত্বক পরিষ্কার করার আগে এটি ব্যবহার করুন। কয়েকদিন ব্যবহারেই পরিবর্তন বুঝতে পারবেন।
ব্রণ সারলেও অনেক সময় ব্রণের দাগ থেকে যায় অনেকিদিন। ব্রণের এই দাগ সারাতে ব্যবহার করতে পারেন এই পদ্ধতি।
ত্বকের সৌন্দর্য নষ্ট করতে দুই একটা ব্রণের দাগই যথেষ্ট। তাইতো এই দাগ দূর করা জরুরি হয় পড়ে। আপনি চাইলে খুব সহজেই প্রাকৃতিক উপায়ে ব্রণের দাগ দূর করে ফেলতে পারবেন। ”ইস্ট” ব্রণে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ব্রণ সারাতে সাহায্য করে এবং লেবু ব্রণকে শুষ্ক করে তোলে।
উপকরণ
ইস্ট, একটি লেবুর রস, পানি।
ইস্ট, লেবুর রস এবং পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। ত্বকের ব্রণ হয়েছে সেই স্থানে এটি লাগিয়ে ব্যন্ডেজ করে দিন। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ দূর হওয়ার সাথে সাথে দাগও দূর হয়ে যাবে।
কেমন লাগলো আমাদের আজকের টিপসটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Leave a Reply