গরমের সাথে পাল্লা দিয়ে ব্রণ ফুসকুড়ির মত নানা সমস্যা বাড়তে থাকে। বিশেষ করে যাঁদের ত্বক তেলতেলে, তারা গরমের সময় ভীষণ কষ্টে থাকেন ব্রণ নিয়ে। শুধু যে গরম বা ধুলো ময়লা থেকে ব্রণ হয় তা ঠিক নয়। হরমোনের সমস্যা, মানসিক চাপ, ঘুমের অভাব সহ নানান কারনেই ব্রণ হতে পারে।
কাল একটা অনুষ্ঠানে যেতে হবে আপনাকে আর সকালে ঘুম থেকে উঠেই দেখলেন মুখে ব্রণ উঠে বসে আছে। চোখ তো কপালে উঠে গেল! ওকে আর চিন্তা করতে হবে না। মেকআপ দিয়ে কিভাবে ব্রণকে ঢেকে রাখবেন সেই উপায় আজ আমরা আপনাকে বলে দেবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
কীভাবে মেকআপের সাহায্যে ব্রণ ঢাকবেন?
প্রথমে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে৷ টোনার আর ময়েশ্চারাইজ়ার লাগিয়ে মেকআপের জন্য ত্বককে তৈরি করে রাখুন।
এবার প্রাইমার লাগান। আগেই যদি আপনি প্রাইমার লাগিয়ে নিন তাহলে মেকআপ সরাসরি ত্বকের সংস্পর্শে আসতে পারবে না। যদি পুরো মুখে প্রাইমার লাগাতে না চান সেক্ষেত্রে শুধু ব্রণ বা দাগছোপের অংশেও লাগাতে পারেন।
ব্রণ, পুরোনো ব্রণের দাগ বা অন্যান্য যেসব দাগছোপ রয়েছে তার উপর সাবধানে ত্বকের রঙের সঙ্গে মানানসই কনসিলার লাগান। এবার মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিন। ব্রণ আবছা হয়ে আসবে।
এবার আপনার পছন্দমতো পুরো মুখে অথবা শুধু ব্রণের জায়গাগুলোয় ফাউন্ডেশন লাগান। অল্প করে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে মিশিয়ে নিন। ফাউন্ডেশনের ব্যবহার করতে না চাইলে বিবি বা সিসি ক্রিমও লাগাতে পারেন।
এখন কমপ্যাক্ট দিয়ে মেকআপ ত্বকের সাথে সেট করে নিন৷ এতে মুখ খুব বেশি চকচকে দেখাবে না৷
Discussion about this post