মেছতার খুব কমন কোন সমস্যা না হলেও এই সমস্যায় ভুগতে দেখা যায় অনেককেই। মেছতা বিভিন্ন কারণে হতে পারে। চলুন আগে জেনে নেই কি কি কারণে মেছতা হতে পারে।
মেছতার কারণ
সূর্যের আলো মেছতার একটি প্রধান কারণ। কোন প্রতিরক্ষা ছাড়াই নিয়মিত অতিরিক্ত রোদের তাপের কারণে মেসতা হতে পারে। এছাড়াও বংশে কারো মেছতা থাকলেও হতে পারে। আরো কিছু কারণ রয়েছে। যেমন, হরমোনের তারতম্য, জন্ম নিয়ন্ত্রণের পিল খেলে, থাইরয়েড সমস্যা থাকলে, ত্বক অপরিষ্কার রাখলে, কম ঘুমালে বা অতিরিক্ত চিন্তা ভাবনা থেকেও মেছতা হতে পারে। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যার ফলে মেছতা হতে পারে।
মেছতা দূর করতে স্কিন ট্রিটমেন্ট বা বিভিন্ন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে মেছতার দাগ সহজেই দূর করা সম্ভব। চলুন তাহলে জেনে নেই উপায় গুলো।
লেবু রস
লেবুতে থাকা ব্লিচ যেকোন কালো দাগ দূর করার সাথে মেছতার দাগও দূর করতে খুবই কাযর্কারী। রূপচর্চায় তাই লেবু খুবই প্রয়োজনীয় একটি উপাদান। লেবুর রসের থাকা উচ্চমাত্রার সাইট্রিক এসিড ত্বকের অধিক তেল শোষণ করে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করার পাশাপাশি ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বককে আরো উজ্জ্বল করে।
ব্যবহার পদ্ধতিঃ
এক চা-চামচ তাজা লেবুর রস এবং এক চ-চামচ টমেটোর রস একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ত্বকে হাত দিয়ে ভালোভাবে মাসাজ করে লাগিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন অথবা সপ্তাহে তিন চার দিন ব্যবহার করুন একটানা এক মাস। দেখবেন ত্বকের মেছতা এবং দাগ দূর হয়ে যাবে।
টমেটো
টমেটোর রস ত্বকের কালো দাগ দূর করে ত্বক উজ্জল করে।
ব্যবহার পদ্ধতিঃ
প্রথমে পাকা টমেটোর ভালো করে ব্লিন্ড করে নিতে হবে। তারপর এই টমেটো পেস্ট মুখে লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন অথবা সপ্তাহে তিন চার দিন ব্যবহার করুন। এটি ত্বককে পরিষ্কার ও সজীব করে।
আলু
আলুর রস কালো দাগ দূর করে খুব সহজে এমনকি মেছতার দাগও দূর করতে সাহায্য করে। এটি ডার্ক সার্কেল (চোখের চার পাশে জমে থাকা কালো দাগ) দূর করতেও সাহায্য করে।
ব্যবহার পদ্ধতিঃ
কাঁচা আলু ভালোভাবে বেটে বা ব্লিন্ড করে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এই পেস্ট কালো দাগের উপর লাগিয়ে দিন। প্রতিদিন ব্যবহার করুন। দ্রুত ফল পাবেন। হাতে সময় না থাকলে সপ্তাহে ২৩ দিন করুন।
মুলতানি মাটি
মুলতানি মাটি ত্বকের তেলতেলে ভাব দূর করার পাশাপাশি ত্বকের মরা কোষ পরিষ্কার এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি মেছতার দাগও দূর করবে।
ব্যবহার পদ্ধতিঃ
দুই চা-চামচ গোলাপজল, এক চামচ সবুজ চা(গ্রিণ টি), দুই চামাচ শসার রস, দুই চামচ লেবুর রস, পরিমাণ মত পানি এবং মুলতানি মাটি দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পর পনি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে প্রতিদিন অথবা ৩/৪ দিন ব্যবহার করুন।
অ্যালোভেরা
মেছতার দাগ দূর করতে অ্যালোভেরা জেল খুব কাযর্কারী।
ব্যবহার পদ্ধতিঃ
অ্যালোভেরা জেল হাত দিয়ে ঘষে সরাসরি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩/৪ বার ব্যবহার করুন নিয়মিত।
উপরের যেকোন একটি পদ্ধতি নিয়মিত ব্যবহারে আপনি মুক্তি পেতে পারেন মেছতা থেকে। আমাদের লেখাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Leave a Reply