শিরোনাম দেখে চমকে যেতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন, বেকিং পাউডারের সাথে রূপচর্চার আবার কী সর্ম্পক? বেকিং পাউডার দিয়ে তো রান্না ঘরে মজার মজার খাবার তৈরি হয়। কিন্তু জেনে অবাক হবেন, রূপচর্চার ক্ষেত্রেও বেকিং পাউডারের রয়েছে অনেক উপকারী দিক। সাধারণত মজার খাবার তৈরিতেই বেকিং পাউডার ব্যবহার হলেও, বেকিং পাউডার আপনার রূপচর্চাতেও রাখতে পারে বড় অবদান। আজ সে সম্পর্কেই বলবো। চলুন জানা যাক বেকিং পাউডারের উপকারিতা সর্ম্পকে।
ফেসওয়াস হিসেবে বেকিং পাউডারঃ
১ চা চামচ হালকা কুসুম গরম পানির সাথে ২ চা চামচ বেকিং পাউডার মিলিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ পানি দিয়ে ভিজিয়ে বেকিং পাউডারের পেস্ট মেখে হালকা করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। দেখবেন মুখের ময়লা উঠে গিয়ে একটা ফ্রেস ভাব চলে এসেছে।
ত্বকের মৃত কোষ পরিষ্কারঃ
বেকিং পাউডারের ত্বকের মৃত কোষ পরিষ্কার চমৎকার কাজ করে। দৈনন্দিন ক্লিনজারের সাথে বেকিং পাউডার মিশিয়ে কিছুক্ষণ মুখে ম্যাসাজ করুন। এতে ত্বকের মরা চামড়া পরিষ্কার ভাবে উঠে আসবে। ত্বক তৈলাক্ত হলে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। বেকিং পাউডার ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে লাগান মুখ ও গলায়। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডস দূর করতেও বেকিং পাউডারের জুড়ি নেই। মিশরের রানি ক্লিওপেট্রা নাকি স্নান সারতেন দুধ আর মধু মিশিয়ে। তার আগে বেশ করে মেখে নিতেন ‘স্ক্র্যাবার’, যা তৈরি হত মধু, বেকিং পাউডার আর ডেড সি সল্ট মিশিয়ে। সে যুগের মানুষও জেনে গিয়েছিলেন রূপচর্চায় সামুদ্রিক লবণের কেরামতি।
দাঁত ঝকঝকে করতেঃ
সাদা দাঁতের মনকাড়া হাসি হাসতে কে না চায়? কিন্তু ঝকঝকে সাদা দাঁত কি সবার থাকে! বিভিন্ন কারণে দাঁত হলদেটে হয়ে যেতে পারে, দাঁতের উজ্জ্বলতা নষ্ট হতে পারে। দাঁতের সাদা ভাব ফিরিয়ে আনতেও কিন্তু বেকিং পাউডার কার্যকরী। আপনার প্রতিদিনের ব্যবহারের টুথপেস্টের সঙ্গে সামান্য একটু বেকিং পাউডার মিশিয়ে নিয়ে দাঁত মাজুন। নিয়মিত ব্যবহারে দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা। এটা ঠিক যে বেকিং পাউডারের স্বাদ খুবই বিদঘুটে, কিন্তু কষ্ট তো একটু করতেই হবে!
পায়ের যত্নে বেকিং পাউডারঃ
ব্যস্ততা অথবা অবহেলা, আমরা খূব কমই পায়ের যত্ন নিতে পারি। হালকা কুসুম গরম পানির সাথে বেকিং পাউডার মিশিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। বেকিং পাউডারের পায়ের গোড়ালির মরা চামড়া তোলাসহ পায়ের ত্বককে করবে মসৃন।
রোদে পোড়া ত্বকঃ
রোদে পোড়া, কোচকানো ত্বককে কোমল ও মসৃন করতে বেকিং পাউডার অত্যন্ত কর্যকরী ভূমিকা রাখতে পারে। প্রথমে একটি পাত্রে পানির সাথে বেকিং পাউডারের মিশিয়ে নিন। পরে একটি পরিষ্কার কাপড় ওই পানিতে ভিজিয়ে তা দিয়ে হালকা ভাবে রোদে পোড়া ত্বক মুছে নিন। এতে রোদে পোড়া ত্বকে আরাম পাবেন আর ত্বকের কালো পোড়া দাগগুলো কিছু দিন পরে আর ত্বকে খুঁজে পাবেন না।
ব্রণঃ
আপনার মুখে যদি ব্রণের সমস্যা থেকে থাকে তাহলেও ভয়ের কিছু নেই। প্রথমে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন। তারপর পানি আর বেকিং পাউডারের পেস্ট মুখে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বেকিং পাউডার ব্ল্যাকহেডস পরিষ্কারেও উপকারী।
শরীরের গন্ধ দূর করতেঃ
ঘামলে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এর পেছনে দায়ি হলো বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া এবং তাদের বংশবৃদ্ধি। তবে অতিরিক্ত ঘামার ফলে শরীরের দুর্গন্ধটাও হয় ভয়াবহ রকমের। শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে বেকিং পাউডার। গোসলের পর সামান্য একটু বেকিং পাউডার নিয়ে বগলে লাগালে দুর্গন্ধ নিয়ন্ত্রণে থাকবে অনেকখানি।
আরো পড়ুন ত্বকের যত্নে চকলেট
পায়ের যত্নেঃ
হালকা কুসুম গরম পানির সাথে বেকিং পাউডার মিশিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। বেকিং পাউডার পায়ের গোড়ালির মরা চামড়া তোলাসহ পায়ের ত্বককে করবে মসৃন। পেডিকিউর করার সময় পায়ে লাগিয়ে ফেলুন বেকিং পাউডারের পেস্ট। দশ মিনিট রেখে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এরপর পেডিকিউর করলে পা হবে আরো পরিষ্কার।
আজই রান্নাঘরে খোঁজ করুন বেকিং পাউডার আছে কিনা। না থাকলে, নিয়ে আসুন আর নিয়মিত ত্বকের যত্নে ব্যবহার করুন।
লিখেছেনঃ তাসনীম
Leave a Reply