রোদসী ডেস্ক : শীতে ত্বকের যত্নে নারকেল তেলের তুলনা মেলা ভার। প্রায় সব বিউটিশিয়ানই বলেন, শুষ্ক ত্বকের সেরা ময়শ্চারাইজার নারকেল তেল, রুক্ষ চুলের সেরা কন্ডিশনার নারকেল তেল। আমাদের দেশে রান্নার কাজেও নারকেল তেল ব্যবহার করা হয়। আজ জেনে নাও নারকেল তেলের কয়েকটি অনন্য ব্যবহার-
১। খেলাধুলা করলে বা অতিরিক্ত কাজের কারণে হাতের তালু শুষ্ক ও খসখসে হয়ে যায়। নারকেল তেল হাতের তালুতে মালিশ করলে শুষ্ক ভাব কমে যাবে।
২। মেক আপ করার সময় মুখের হাড় হাইলাইট করতে নারকেল তেল ব্যবহার করা যায়। আজকাল অনেক বিউটি ব্র্যান্ড কসমেটিকেই নারকেল তেল ব্যবহার করা হয়।
৩। বেশির ভাগ কন্ডিশনারের মধ্যেই নারকেল তেল থাকে। শ্যাম্পু করার আগে চুলে নারকেল তেল গরম করে মাসাজ করো। যদি চুল খুব শুষ্ক হয় তবে শ্যাম্পু করার পর হাতে অল্প তেল নিয়ে চুলে হালকা করে লাগিয়ে নিতে পারো।
৪। মেক আপ তোলার জন্য সবচেয়ে ভাল ক্লিনজার নারকেল তেল। তুলোয় নারকেল তেল নিয়ে চোখের কোনের মেক আপ তুলে ফেলো। মাসকারা তোলার জন্য নারকেল তেল খুবই ভাল। এতে চোখের পাতাও ঘন হয়।
উজ্জ্বল লাবন্যময় ত্বকের যত্নে কার্যকরী টিপস
৫। শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেল খুব ভাল ময়েশ্চারাইজার হতে পারে। গোসলের পর হালকা ভেজা শরীরেই নারকেল তেল লাগিয়ে নাও। সারা দিন ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
৬। মুখ পরিষ্কার করতে বাজারের যে কোনো ক্লিনজারের তুলনায় অনেক ভাল নারকেল তেল। তুলোয় নারকেল তেল নিয়ে মুখ পরিষ্কার করে নাও। এতে মুখের ময়লাও উঠে যাবে, ময়শ্চারাইজার হিসেবেও কাজ করবে নারকেল তেল।
৭। চেহারায় এক্সট্রা শাইন আনতে পার নারকেল তেল। চুল, মুখ বা গলা যেখানে খুশি নিশ্চিন্তে ব্যবহার করতে পারো নারকেল তেল।
৮। আধ কাপ নারকেল তেল হালকা গরম করে নাও। এই তেল এক কাপ ব্রাউন সুগার বা লবণের সঙ্গে মিশিয়ে নাও, এর মধ্যে পাঁচ ফোঁটা এসেনশিয়াল অয়েল বা ভ্যানিলা এক্সট্রাক্ট মিশিয়ে তৈরি করো সুগন্ধী স্ক্রাব। এই মিশ্রণ দিয়ে গোটা শরীর স্ক্রাব করতে পারো।
৯। বেশির ভাগ মাসাজ অয়েলের মূল উপাদান হিসেবে নারকেল তেল বা জোজোবা তেল ব্যবহার করা হয়। বাড়িতে শুধু নারকেল তেল দিয়েও গোটা শরীর মাসাজ করতে পারো।
Leave a Reply