চুলে কোনো না কোনো সমস্যা থাকবেই। শুষ্ক অথবা তেলতেলে, ডগা ফাটা, চুল পড়ে যাওয়ার মতো সমস্যা তো রয়েছেই, কখনো কখনো দেখা দেয় খুশকির সমস্যা। আর এসব সমস্যা সমাধানের জন্য আমাদের থাকে নানারকম প্রচেষ্টা। তবে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ঘরোয়া উপায়। সব ঋতুতেই চুলে আলাদা আলাদা করে যত্ন নিতে হয়।
গরমে চুল শুষ্ক হয় বেশি। আর শুষ্ক চুল খুব অল্পতেই নিষ্প্রাণ হয়ে পড়ে এবং আদ্রতা হারিয়ে ফেলে সেই সাথে হারিয়ে ফেলে উজ্জ্বলতা। আর আজকের লেখাতে তাই থাকছে আপনাদের জন্য শুষ্ক নিষ্প্রাণ চুলের আর্দ্রতা ফিরাতে যা করবেন তারই জন্য একটি কার্যকারী প্যাক।
চলুন তাহলে জেনে নেওয়া যাক শুষ্ক নিষ্প্রাণ চুল বশে আনতে অয়েল ট্রিটমেন্টঃ
উপকরণঃ
(১) পাকা কলা
(২) টক দই
(৩) মধু
চুলের যত্নে লেবু | ৩টি হেয়ার প্রবলেম-এর দারুণ সমাধান!
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে একটা পাকা কলা নিন, আর দুই টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ মধু নিন।সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে নিন।
(২) চুল ভিজিয়ে নিয়ে পানিটুকু চিপে ফেলে ভেজা চুলে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত এই মাস্ক লাগিয়ে রাখুন।
(৩) ইচ্ছে করলে শাওয়ার ক্যাপ বা তোয়ালে দিয়ে চুলটা ঢেকে রাখতেও পারেন। আধঘণ্টা পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।
শুষ্ক চুলের মূল কারণ আর্দ্রতার অভাব। তাই আজই এই প্যাক তৈরি করে নিন এবং চুলের আদ্রতা ফিরাতে ব্যবহার করুন।
Leave a Reply