দিনের বেলা কিভাবে ত্বকের পরিচর্যা করতে হবে তা মোটামুটি সবাই জানা।এমনকি রাতে শুতে যাওয়ার আগে ত্বকের যত্ন নিতে ভোলেন না কেউ। কিন্তু সন্ধ্যাবেলা? সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যায় বাসায় ফিরে শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই কি শেষ হয়ে গেল আপনার সারাদিনের ক্লান্ত ত্বকের পরিচর্যা। যদি আপনি তাই করে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেক বড় ভুল হচ্ছে। মনে রাখবেন সারাদিনের যত ঘাম, তেল, ধুলোময়লা সব আপনার খোলা ত্বকেই জমা পড়েছে। কাজেই ওই সময় যদি ত্বকের যত্ন ঠিকভাবে না নেওয়া হয় তাহলে সেই প্রভাব পড়বে আপনার কোমল ত্বকে। তাই সারাদিনের ক্লান্ত ত্বক সন্ধ্যায় কিভাবে পরিষ্কার করবেন তার কিছু সহজ নির্দেশনা রইলো।
ডাবল ক্লেনজ়িং করুন
সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরে মুখ পরিষ্কার করার জন্য অয়েল-বেসড ক্লেনজ়ার ব্যবহার করুন। মুখের উপরের আলগা তেলময়লা মুছতে, তুলোয় ক্লেন্জার মাখিয়ে সারা মুখ মুছে ফেলুন। এরফলে ত্বকও পরিষ্কার হয়ে যাবে আর শুষ্কও লাগবে না। এবার ওয়াটার বেসড ক্লেন্জার দিয়ে মুখটা মুছে ফেলুন তাহলে তেলতেলে ভাবটাও চলে যাবে আর ত্বক ভিতর থেকেও পরিষ্কার হয়ে যাবে।
হাইড্রেটিং মাস্ক
সন্ধ্যায় যদি বাসা থেকে বের হওয়ার প্লান থাকে তাহলে অবশ্যই ত্বক পরিচর্যায় হাইড্রেটিং মাস্ক ব্যবহার করুন। এত ত্বকে বাড়তি পুষ্টি পাবে। ত্বক মসৃণ করতে ও সারাদিনে ত্বকে যে আর্দ্রতার ঘাটতি পড়েছে তা পূরণ করতে হাইড্রেটিং মাস্ক অপরিহর্য।
রাতপার্টির আগে
নিয়মিত এক্সফোলিয়েশন করা ভালো। এক্সফেলিয়েশন করলে ত্বকের মৃত কোষগুলো উঠে যায় ও ত্বক উজ্জ্বল সজীব হয়ে ওঠে। তাই সন্ধ্যায় বা রাতে কোন অনুষ্ঠানে যাওয়ার আগে এক্সফোলিয়েশন অবশ্যই দরকার। তবে এটি করার সময় ত্বকে বেশি জোরে ঘষা যাবে না কারণ এতে ত্বক লাল হয়ে যেতে পারে।
একেবারে শেষ ধাপে…
আপনি যদি সন্ধ্যায় বাসা থেকে না বের হন তাহলে ত্বকে নাইট সিরাম আর আই ক্রিম লাগিয়ে বিশ্রাম নিন। আর যদি কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হতে হয় তাহলে তো আপনাকে মেকআপ করতেই হবে সেক্ষেত্রে সিসি ক্রিম লাগান ফাউন্ডেশন লাগবেন না। চোখে হালকা কাজল লাগাতে পারেন সাথে পছন্দের ময়েশ্চারাইজিং লিপিস্টিক। হালকা মেকআপ ত্বকে ভরপুর শ্বাস নিতে সাহায্য করবে, আর আপনাকে দুর্দান্ত সুন্দরীও দেখাবে।
Leave a Reply