বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একটা বিষয় লক্ষণীয় যে অনেকের খুব অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে। আবার অনেকেই এমন দুশ্চিন্তায় পরে যায় যে বিয়ের পিড়িতে বসার আগেই চুল পেকে যায় বা সাদা হয়ে যায়, যার দরুন সবাই মনে করেন পাত্রের কত না জানি বয়স । এর ফলে অনেকের বিয়ে ভেঙ্গেও যায়। তাই এই ভুক্তভুগিদের মনে নানান প্রশ্ন উকি দেয় প্রতি নিয়ত । আসলে এমনটা কেন হয় ? বিভিন্ন গবেষকদের মতানুসারে হরমনাল সমস্যা, বায়ু দূষণ, পানি দূষণ, প্রোটিনের অভাব, অতিরিক্ত চিন্তার কারনে অল্প বয়সেই চুল পেকে যেতে শুরু করে । তাই আজ আপনার এই দুশ্চিন্তা পুরা পুরি লাঘব করতে না পারলেও অনেকটাই সমাধান করবো কথা দিচ্ছি । পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক উপাদান সৃষ্টিকর্তা মানব জাতির জন্য তৈরি করে রেখেছেন যা সঠিক নিয়মে পালন করতে পারলেই মিলবে মুক্তি । তাই আর দেরি না করে চলুন জেনে নেই উপায়গুলো ।
আমলা এবং হেনার প্যাক: ১ চামচ কফির পাউডার, সাথে ৩ চামচ আমলার পাউডার এবং সঙ্গে ১ কাপ হেনার পেস্ট নিয়ে বানিয়ে ফেলুন হেয়ার প্যাকটি । তার পর এই হেয়ার প্যাকটি ভাল করে চুলে লাগিয়ে কমপক্ষে ১ ঘন্টা অপেক্ষা করুন। অপেক্ষা করা হয়ে এলে সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে মাথার চুল ধুয়ে নিন । মাসে অন্তত এইভাবে একবার চুলের পরিচর্যা করতে পারলে দেখবেন যেমন চুল কুচকুচে কালো হয়েছে, ঠিক তার পাশাপাশি চুল পরাও অনেক কমতে শুরু করেছে ।
লাল চা: কি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন ? যে লাল চা আবার কিভাবে কি করে তাই না । অবাক হবার কিছুই নেই কথা কিন্তু সত্য, যে সাদা চুলকে কালো করতে লাল চায়ের ভুমিকা অনেক। এতে থাকা বেশ কিছু প্রয়োজনীয় উপাদান চুলের গভীরে প্রবেশ করে এমন ম্যাজিক দেখাবে যে চুলের রং বদলে দিতে সময়ই লাগবে না । আর নিমেষে চুলকে উজ্জ্বলও করে দিবে । কি নিশ্চয়ই জানতে চাচ্ছেন ম্যাজিকটি । খুবই সহজ, একটি পাত্রে এক কাপ পানির সাথে দুই চামচ চায়ের পাতা দিয়ে পানিটি ভাল ভাবে ফুটিয়ে নিন । এরপর পানির মিশ্রণটি ভাল করে চুলে লাগিয়ে নিন আর কমপক্ষে ১ ঘন্টা অপেক্ষা করুন তারপর শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন । এভাবে ১৫ দিনে ২/১ বার ব্যবহার করলেই ফলাফল পাবেন একেবারে হাতেনাতে ।
হেনা রেমেডি: এই প্যাকটি বানাতে হলে প্রয়োজন পরবে দুই চামচ চা পাতা, চার চামচ হেনা পাউডার সাথে এক চামচ লেবুর রস এবং এক চামচ আমলার পাউডারের। সরব প্রথমে এক কাপ পানিতে হেনা পাউডারটি ৮ ঘন্টার মতো ভিজিয়ে রাখুন । অপরদিকে ১ কাপ চায়ে চায়ের পাতা ঐ পানিতে দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তারপর পানিতা ঠাণ্ডা হয়ে এলে তার ভিতর হেনার পেস্টটা মিশিয়ে কিছু সময় অপেক্ষা করে নিন । অপেক্ষা শেসে তার ভিতর লেবুর রস ও আমলার পাউডার মিশিয়ে একটি মিশ্রণের মতো বানিয়ে তারপর সেটা ভাল করে চুলে লাগিয়ে নিন । কিছুখখন অপেক্ষা করুন । যখন পেস্টটি শুকিয়ে যাবে তখন ভাল শ্যাম্পু দিয়ে মাথাটা ভাল করে ধুয়ে নিন ।
নারকেল তেল এবং লেবুর রস: চুলের উপকরন হিসেবে নারিকেল তেল আর লেবুর রস এর ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে । এই উপাদান চুলের গভীরে প্রবেশ করে পিগমেন্ট সেলকে বড় হতে বাধা দেয় । ফলে সাদা চুল কালো তো হয়ই, তার সঙ্গে ভবিষ্যতে চুল সাদা হওয়ার আশঙ্কাও অনেক কমিয়ে দেয় । তাই এই হেয়ার প্যাকটি বানাতে গেলে আপনার যা প্রয়োজন পরবে তা হল দুই চামচ নারকেল তেল তার সঙ্গে এক চামচ লেবুর রস । তারপর একসঙ্গে এই দুটি উপাদান মিশিয়ে তা মাথার তালুতে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করে ফেলুন । এরপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন । ভাল ফল পেতে হলে আপনাকে অবশই সপ্তাহে ২ বার এটিকে ব্যবহার করতে হবে ।
কারি পাতা: প্রথমে ছোট একটা পাত্র নিন তাতে তিন চামচ নারকেল তেল নিয়ে তার ভিতর কারি পাতা পরিমাণ ফেলে কিছুখন গরম করে নিন । যখন কারি পাতাটা কালো হয়ে যাবে, তখন উঠিয়ে ফেলুন । তারপর তেলটা ঠান্ডা করে নিন এবং সেটা মাথার তালুতে ভাল করে লাগিয়ে ম্যাসাজ করে নিন । এরপর ঘণ্টা খানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন । সপ্তাহে ২ থেকে ৩ বার এভাবে চুলের পরিচর্যা করতে পারলে দেখবেন সাদা চুল কিভাবে কুচকুচে কালো হয়ে যায় ।
Leave a Reply