নতুন পোশাক পরার ইচ্ছা কার না আছে বলুন? প্রতিনিয়তই নিজেকে নতুন সাঁজে সাজাতে সবাই ছোটেন পোশাকের পেছনে। দাম যাই হোক না কেন মনের মতো হলে কোন কথাই নেই । তবে অবশ্য যাদের অনেক টাকা আছে । কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের কি সে সামর্থ্য থাকে? তাই তাদের স্বপ্নগুলো স্বপ্নেই রয়ে যায় । আপনি হয়তো জানেন না আপনার অনেক আগের পুরনো ফেলে রাখা জামাই আজ নতুন স্টাইল হিসেবে পরিচিতি পেয়েছে শপিংমলগুলোতে । যদি তাই হয়ে থাকে তাহলে চিন্তা করছেন কেন আলমারিতে ফেলে রাখা জামাগুলো দেই বানিয়ে ফেলুন আপনার পছন্দের স্টাইলিস্ট জামাটি । আর বদলে ফেলুন নিজেকে এক অন্য সাঁজে অন্য রুপে। তাই আর দেরি না করে জেনে নেই স্টাইলিং এর সহজ টিপসগুলি।
আপনার যদি কোন এক কালারের লম্বা ঝুলান টপের কোমরের অংশটুকু চাপা থাকে, তাহলে সেটার সঙ্গে শুধু একটা ট্রাইবাল স্টাইলের কোমরের চওড়া বেল্ট লাগিয়ে নিন। দেখতে কিন্তু একটু আকর্ষণীয় হবে।
-ডেনিম পড়ে পড়ে বিরক্ত হয়ে গেছেন তাই এর একঘেয়েমি দূর করতে বিভিন্ন কালারের জেগিংস পরতে পারেন । আর যদি এক কালারের টপের সঙ্গে প্রিন্টের জেগিংস পড়ে নিতেন পারেন আর সঙ্গে কালারফুল স্নিকার্স । তাহলে কিন্তু আপনি বলিউডের নায়িকাদের থেকে কোন অংশে কম লাগবে না।
-বাজারে এখন বিভিন্ন রকমের স্কার্ফের অভাব নেই । চাইলে বেশ কয়েকটা কিনে রেখতে পারেন । অথবা পুরনো শাড়ি বা ওড়না দিয়েও বানিয়ে ফেলতে পারেন মনের মতো স্কার্ফ । প্রতিদিনের পোশাকের একঘেয়েমি দূর করতে এগুলোই হতে পারে উপযুক্ত মাধ্যম । ভাইব্র্যান্ট কালারের যে কোন স্কার্ফই কিন্তু যে কাউকেই পরলে ভাল লাগবে । শুধু পরার স্টাইল টা মাঝে মাঝে বদলে ফেলুন । না পারলে ইউটিউব তো আছেই দেখে চট করে শিখে নিন।
-আপনি হয়তো টি-শার্ট আর জিন্স পরতেই অনেক বেশি ভালোবাসেন কিন্তু বাইরে বেরিয়ে দেখলেন অনেকেই একই পোশাকে বেড়িয়েছে । সেক্ষেত্রে পোশাকের উপর আপনি এক্সট্রা কিছু পরে নিন অথবা স্টেটমেন্ট নেকপিস ঝুলিয়ে নিন গলায় । ব্যস ! মুহূর্তেই পাল্টে গেল আপনার লুক।
-চলুন এবার একটু জুতোর দিকে নজর দিই যা আপনার লুককে অনেকটাই বদলে দেবে । যে কোন সাদামাটা ড্রেসের সঙ্গে গাঢ় রঙের জুতো পরে নিন। প্রিন্টেড জুতোও পরতে পারেন একরঙা জামার সঙ্গে।
-হোবো ব্যাগ এখনকার ট্রেন্ড হিসেবে চলে আসছে । দেখতে যেমন ফ্যাশনেবল তেমনি সব সময় ব্যবহার যোগ্য । আবার বিভিন্ন টাইপ ঝোলা ব্যাগেরও কমতি নেই । যা আপনার লুক অনেকটাই পরিবর্তন করতে সক্ষম।
-আপনি কিন্তু ব্লাউজ় দিয়ে পালাজ়ো, ধোতি প্যান্ট, কিউলোট, স্ট্রেট প্যান্ট আরও অনেক কিছুর সঙ্গে ক্রপ টপ হিসেবেও ব্যবহার করতে পারেন।
আর তাও যদি বুঝে উঠতে না পারেন যে কিভাবে কি করবেন তাহলে ইউটিউব তো আছেই একটু সময় করে শিখে নিন।
Discussion about this post