প্রেম সবার জীবনেই আসে। সৃষ্টিকর্তা প্রদত্ত এ এক অন্য রকম অনুভুতি। আর প্রেম করার অনুভুতি গুলো ভাষায় প্রকাশ করার মত নয়। প্রেম করার প্রতিটি মুহূর্তই যেন রঙ্গিন স্বপ্নের মত মনে হয়। কিন্তু এমন হাজার রঙিন স্বপ্নের মাঝে প্রতিটা পদক্ষেপ কল্পনা মাফিক বা সঠিক হয় না। অনেক সময় আপনার আচরণ প্রেমিকের প্রত্যাশা অনুযায়ী হয় না কিংবা প্রেমিকের আচরন আপনার প্রত্যাশা অনুযায়ী হয় না। অনেক সময়ই দুজন দুজনার মাঝে মান অভিমান জন্মায়। এরকম পরিস্থিতিতে আপনার কী করা উচিৎ তা জানতে চাইলে পুরো লিখাটি পড়ে ফেলুন।
একমাত্র মনের মানুষ বলে কিছু হয় না
আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি, যে পৃথিবীর কোথাও না কোথাও আমাদের জীবন সঙ্গী আছেন। যার সাথে এক দিন না একদিন আমাদের ঠিকই দেখা হবে। কিন্তু আসলে তা আমাদের জীবনের কয়েকটা মিথ্যার মত; টার মানে এটি একটি মিথ্যে কথা। মোট কথা হচ্ছে যে আমাদের পছন্দের জীবন সঙ্গিকে আমাদের নিজেদেরই খুজে বের করতে হবে। আর এটাই হল জীবনের একটি বড় সিধ্যান্ত। আর যদি মনে করে থাকেন, আপনি আপনার পছন্দের জীবন সঙ্গি পেয়ে গেছেন, তা হলে তার সাথে কিভাবে সম্পর্কটা দৃঢ় ও মজবুত করে তোলা যায় সেই চেষ্টাই আপনাকে করতে হবে।
আমরা সেই মানুষের প্রতিই আকৃষ্ট হই যাঁরা আমাদের মতো নন
মানুষ সাধারনত বিপরীত লিঙ্গের বা বিপরীত মেরুর মানুষের প্রতিই বেশি আকৃষ্ট হয়। আর পৃথিবীতে এটা খুবই স্বাভাবিক এবং তা সৃষ্টির শুরু থেকেই হয়ে আসছে। আমরা যদি রুটিন বাঁধা জীবন যাপনে অভ্যস্ত হই, তা হলে আমাদের স্বাধীন চেতা সঙ্গির প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টির মধ্যে কোন ধরনের অস্বাভাবিকতা থাকবে না। কেননা আপনাকে মেনেই নিতে হবে যে তার ঐ স্বাধীন চেতা রূপটি আপনাকে আকৃষ্ট করেছিল, আর এটাই বাস্তবতা যা আপনাকেই মেনে হবে।
আরো পড়ুন : দাম্পত্যজীবনকে সুখী করতে ছোট্ট কিছু পরিবর্তন
সব সময় সব কিছু প্রত্যাশা মাফিক এগোয় না
মানুষের জীবনে কোন সম্পর্কই সব দিক থেকে নিখুঁত বা পরিপূর্ণ হয় না। সম্পর্কে ঝগড়া বিবাধ হয়, আবার সময়ের সাথে সাথে তা থেমেও যায়। কখনো দুজনের মিলের অমিলের কারনে ঝগড়া হলে কখনই ধৈর্য হারাবেন না। তার সাথে সরাসরি খোলামেলা কথা বলুন, কেননা অনেক সকল সমস্যাই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব।
আবেগের ঝড় সময়ের সঙ্গে কমবে
প্রেমের শুরুতে সকলের মধ্যে একটা টান সৃষ্টি হয় হতে পারে সেটা শারীরিক কিংবা মানসিক। আবার অনেক সময় সেটা কমে যেতে শুরু করলে অনেকেই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যান। আর এক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছুই নেই। কারন এটা ঘটা খুবই স্বাভাবিক, সম্পর্কের আবেগে অনেকেই অধৈর্য হয়ে পড়েন এবং অনেক সময় ভুল সিধ্যান্ত নেন; তাই ধৈর্য হারা হবেন না, নিজেরা সময় নিন।
সর্বোপরি দুজন দুজনের মধ্যে আত্ম বিশ্বাস বজায়ে রেখে সামনে এগিয়ে যেতে হবে।
Leave a Reply