এখন হেমন্ত। আসছে শীত। আজ আমরা শুনবো টুপি আর মাফলারের কথা। মাথা আর কান ঢেকে রাখা টুপি আর গলা জড়িয়ে থাকা মাফলারটাই প্রাধান্য পাবে আজকের আলোচনায়। স্কার্ফের গল্পটাও থাকবে আলতো করে। শুধু শীতের সুরক্ষা নয়, ফ্যাশনের দিকটাও তো মাথায় রাখতে হবে, তাই না! এখন হেমন্ত। কাশফুলের শুভ্রতাকে বিদায় জানিয়ে বাতাসে হালকা শীতের আমেজ।
প্রকৃতি যেমন বরণ করে নেয় এক একটি ঋতুকে তেমনি করে আমরাও বরণ করবো এই ঋতুকে। উপভোগ করবো এই ঋতুবৈচিত্র্য। তবে সেজন্য প্রস্তুতিটাও নিতে হবে। শীত যাতে কাবু করতে না পারে বরং আনন্দময় হয়ে ওঠে। শীতের হীমশীতল আবহাওয়ায় এর জন্য বেছে নিতে হবে গরম পোশাক।
তবে আজকের প্রসঙ্গে জমকালো ভারী শীতের পোশাকের নয়। আজ থাকছে টুপি আর মাফলারের কথা। মাথা আর কান ঢেকে রাখা টুপি আর গলায় জড়িয়ে থাকা মাফলারটাই প্রাধান্য পাবে আজ সেই সঙ্গে শীতের অনুষঙ্গ স্কার্ফের বিষয়টিও থাকছে।
শীতের আক্রমণটা মনে হয় কানেই একটু বেশি হয়। কনকনে হাওয়া যখন বইতে শুরু করে, কানটা জমে যায় যেনো। ব্যবহার করতে পারো কানটুপি। নানা ধরনের ফ্যাশনাবেল কানটুপি পাওয়া যায় বাজারে। শীতের তীব্রতা অনুযায়ী রাখতে পারো হরেকরকম টুপি। হালকা শীতে ব্যবহার করতে পারো সাধারণ সুতির টুপি। উলের টুপি পড়তে হবে বেশি শীতে। হাতে বোনা টুপিও বেশ মানিয়ে যায় আধুনিক পোশাকের সাথে। রং বাছাই করতে হবে মূল পোশাকের সাথে মিলিয়ে।
মনে রেখো- ব্যাগ, জুতা যেমন তোমার পুরো পোশাকের অংশ, তেমনি টুপি, স্কার্ফ, মাফলারও তোমার পুরো আউটফিটের অংশ। কোনোভাবেই যেন টুপি বেমানান মনে না হয়। চেষ্টা করতে হবে যাতে টুপিটা পোশাককে আরো আকর্ষণীয় করে তোলে। লম্বা ধরনের টুপি ব্যবহার করলে নিচের দিকটা ভাজ করে ব্যবহার করতে পারো, দেখতে ভালো লাগবে।
বাইরে বের হওয়ার সময় সাথে রেখো হাতমোজা। রং পছন্দ করো পোশাকের সাথে মিলিয়ে।
মাফলার বা স্কার্ফ পশ্চিমা দেশগুলোতে ব্যবহৃত হয় ফ্যাশনের নিত্য অনুষঙ্গ হিসেবে। মাফলার তোমাকে বাঁচাবে শীত থেকে সেই সাথে তোমাকে লাগবে ফ্যাশনাবেল। নানা রকম ভাবে এখন স্কার্ফ পরা হয়। কখনো কান মাথা জড়িয়ে, কখনোবা শুধু গলায় পেঁচিয়ে। টাইয়ের মতে করেও পড়তে পারো স্কার্ফ।
টুপি আর স্কার্ফ যেনো মানিয়ে যায় পরনের পোশাক বা গরম কাপরের সাথে সে বিষয়টাও মাথায় রেখো। তবেই তো শীত আর কাবু করতে পারবে না তোমায় আর তোমার ফ্যাশন সচেতনতার প্রশংসা করবে সবাই।
Discussion about this post