চোখের নিচে ফুলে যাওয়ার অজানা কারণগুলো
আজকাল এমন অনেককেই দেখা যায় যে চোখের নিচে ফুলে আছে । আর তা মাঝে মাঝে কালো হয়েও থাকে । আমরা সবাই এই সমস্যাটাকে আই ব্যাগ হিসেবেই জানি। আপনারা হয়ত অনেকেই ডার্ক সার্কেলের নামটা শুনে থাকবেন । অনেকে হয়ত জানেনও এটা কেন হয় । চলুন জেনে নেই, আই ব্যাগ আসলে কেন...