গলায় মাছের কাঁটা বিঁধলে যা করণীয়
মাছ খেতে গিয়ে কখনও গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষের সংখ্যা কম। অনেকেই গলায় মাছের কাঁটা বিঁধলে সহজ উপায় হিসেবে এক দলা সাদা ভাত না চিবিয়ে খেয়ে নেন। কাঁটা নরম কিংবা ছোট হলে অনেক সময় নেমেও যায়।এটা ছাড়াও মাছের কাঁটা বের করার বেশ কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে।যেমন- গলায় কাঁটা বিঁধলে...