ঘরে বসে চুলে কালার করার বেস্ট ৫ টি কালার প্যাক
ভাবুন তো, কম বয়সে চুল পেকে গেলে কি খারাপই না লাগে! বন্ধু-বান্ধবদের থেকে প্যাঁক তো শুনতেই হয়, আর সেইসাথে আপনার একমাথা ভর্তি কালো চুলের স্বপ্ন—সেটাতেও গুড়ে বালি পড়ে যায়। তাই অগত্যা আপনাকে শরণ নিতেই হয় অগতির গতি চুল রঙে! কিন্তু এই সামান্য চুল রঙ করার জন্য বারবার পার্লারে যেতে আর কাঁহাতক...