চুলের ঘনত্ব বাড়ানোর ঘরোয়া উপায়
আমাদের পেজে চুলের নানারকম কাটিং,নানান হেয়ার স্টাইল দেখে আপনি নিশ্চয়ই সেগুলো ট্রাই করেছেন।কি?করতে পারেন নি?বুঝেছি,যখনই স্টাইল করতে গেছেন তখনই আপনার পাতলা চুল সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।আর এখন তো শীতকাল।আমাদের ত্বকের পাশাপাশি আমাদের চুলও রুক্ষ আর শুষ্ক হয়ে যায়।তাই চুল বেশি পড়তে শুরু করে।কিন্তু এই সমস্যা নিয়ে এই ভরা আনন্দের শীতের মরশুমে...