পেনটি থেকে হওয়া কালো দাগ দূর করুন ৫টি ঘরোয়া উপায়ে।
ধরুন আপনি সমুদ্রসৈকতে গেছেন ঘুরতে। সেখানেই আপনার প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে যেই না হট বিকিনি ড্রেসটা পরতে গেলেন, অমনি নজরে এলো কালো দাগ। কেমন বাজে লাগবে বলুন তো। কিন্তু এটা তো আর একদিনে হয়নি, প্যানটি পরে থাকতে থাকতে হয়েছে। আর এইসব দাগ থেকে মুক্তি পেতে নিশ্চয়ই পার্লারে ছুটবেন না।...