বয়স কমানোর ঘরোয়া উপায়
সামনেই শীতকাল। বুঝতেই পারছি যে শীতকাল এলেই ত্বকের কথা ভেবে আপনাদেরও আমার মতোই হৃৎকম্প শুরু হয়ে যায়। শীত মানেই ড্রাই ওয়েদার। শুকনো খটখটে আবহাওয়ায় ত্বকের তো সে এক্কেবারে বিতিকিচ্ছিরি অবস্থা! শীতকাল মানেই যে আপনার স্কিনে র্যাস বেরোনো, হাজার ক্রিম, ময়েশ্চারাইজার ঘষেও ত্বককে মাখনের মতো মোলায়েম বানাতে পারেন না, সে তো বোঝাই...