লম্বা চুলের কার্যকরী তিনটি হেয়ার প্যাক
লম্বা চুলের সৌন্দর্যই আলাদা। নারীর ঘন, কালো আর লম্বা চুলের মায়ায় বাঁধা পড়ে কতশত তরুণের মন! কিন্তু আবহাওয়া, শরীরের অভ্যান্তরীণ নানা সমস্যার কারণে চুলের বৃদ্ধি ঠিকভাবে নাও হতে পারে। আর সেজন্য চাই বাড়তি কিছু যত্ন। আপনার হাতের কাছেই এমনকিছু উপাদান রয়েছে যার দিয়ে সহজেই হেয়ার প্যাক তৈরি করতে পারেন।...