বাস্তব জীবনেকে সোশাল মিডিয়ার প্রভাব থেকে বাচিয়ে রাখুন
তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। হাজার কিলোমিটার দূরে থাকা বন্ধুকে দেখতে ইচ্ছে করছে? শুধুমাত্র নাম লিখে ফেসবুকে সার্চ করে খুঁজে নিন আর আইডি জানা থাকলে তো কয়েক সেকেন্ডের ভিতরেই দেখতে পাবেন তাকে, ভিডিও কলে কথাও বলতে পারবেন চাইলে।কতই না সহজ হয়ে গেছে দুনিয়াটা।কতই সুবিধা। হ্যা সোশাল মিডিয়ার...