হালকা শীতে উষ্ণতার পরশে
এখন হেমন্ত। আসছে শীত। আজ আমরা শুনবো টুপি আর মাফলারের কথা। মাথা আর কান ঢেকে রাখা টুপি আর গলা জড়িয়ে থাকা মাফলারটাই প্রাধান্য পাবে আজকের আলোচনায়। স্কার্ফের গল্পটাও থাকবে আলতো করে। শুধু শীতের সুরক্ষা নয়, ফ্যাশনের দিকটাও তো মাথায় রাখতে হবে, তাই না! এখন হেমন্ত। কাশফুলের শুভ্রতাকে বিদায় জানিয়ে বাতাসে...